সেনাসদস্য দুলাল হত্যার প্রধান আসামি রব গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শায়েস্তাগঞ্জে সেনাসদস্য দুলাল মিয়া (৩০) হত্যার ১ মাস পর প্রধান আসামি সেনাবাহিনীর সদস্য এম এ রব (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীমঙ্গল র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০শে ডিসেম্বর রাত ৯টায় আশুগঞ্জের উজান-ভাটি হোটেলের সামনে থেকে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কবিচন্দ্রপুর গ্রামের আবদুল জব্বারের পুত্র সেনাবাহিনীর সদস্য এম এ রবকে গ্রেপ্তার করে। র্যাব গ্রেপ্তার করে তাকে গতকাল শায়েস্তাগঞ্জ থানা পুলিশের হাতে হস্তান্তর করে। হত্যার ঘটনার বর্ণনা দিতে গিয়ে রব জানায়, দুলালের সঙ্গে প্রায় ৯ বছর ধরে তার সমপ্রেমের সম্পর্ক ছিল। ২০১১ সালের ৬ই মে রব বিয়ে করলে দুলাল তার প্রতি ক্ষিপ্ত হয়। দুলাল প্রায় সময়ই তাকে বিয়ে করার জন্য রবকে চাপ দিত। কিন্তু রব এ বিষয়ে রাজি না হওয়ায় দুলাল তাকে ইউরোপের বিভিন্ন দেশের উদাহরণ দিত। রব জানায়, তার বিয়ে করা স্ত্রীকে ছেড়ে দেয়ার জন্যও দুলাল তাকে বিভিন্ন সময় যন্ত্রণা করত। গত ২৪শে নভেম্বর রব ছুটি নিয়ে বাড়ি যেতে চাইলে দুলাল তাকে যেতে দেয়নি। দুলালের সঙ্গে তাকে দুলালের বাড়িতে যেতে চাপ প্রয়োগ করে। ২৪শে নভেম্বর রাতে তারা ঢাকার মহাখালী আল নূর হোটেলে রাতযাপন করে এবং ২৫শে নভেম্বর ঢাকা থেকে জয়ন্ত্রিকা ট্রেনযোগে শায়েস্তাগঞ্জে আসে। সন্ধ্যায় ৭টা থেকে ৮টার মধ্যে তারা দু’জন রেললাইনের ওপর দিয়ে হেঁটে শায়েস্তাগঞ্জ থানার পাশে নির্জন স্থানে বসে দুলাল আবারও তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। অন্যথায় তাকে খুন করতে বলে। এ সময় দুলাল তার ব্যাগ থেকে একটি খুর বের করে রবকে বলে- তোর বউকে তালাক দিয়ে আমাকে বিয়ে করবি নয়ত আমাকে খুন করবি। এ অবস্থায় উভয়ের মধ্যে উত্তেজনার জন্ম নিলে রব পাশে থাকা একটি পাথর দিয়ে দুলালের মুখে আঘাত করে। এতে দুলাল অজ্ঞান হয়ে গেলে রব গামছা ও ব্যাগের বেল্ট দিয়ে তার হাত-পা বেঁধে খুর দিয়ে তার পেট কেটে মৃত্যু নিশ্চিত করে। রব জানায়, দুলাল তাকে তার ক্রেডিট কার্ডটির গোপন নম্বরসহ তাকে ব্যবহার করতে দিত। হত্যাকাণ্ডের পর ভৈরবের একটি এটিএম বুথ থেকে রব ৪ হাজার টাকা উত্তোলন করে। দুলালকে হত্যার পর রব পায়ে হেঁটে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে বাসে উঠে বাড়ি চলে যায়। শায়েস্তাগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ শেষে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও শায়েস্তাগঞ্জ থানার ওসি আজিজুর রহমান সরকার গ্রেপ্তারকৃত রবকে সাংবাদিকের মুখোমুখি করে। এ সময় রব অকপটে হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা দেয়।
No comments