পাতলা পোশাকের কারণে...

মানবজমিন ডেস্ক: নারীরা ফিনফিনে পাতলা ও ফ্যাশনদুরস্ত পোশাক পরার কারণে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এমন পোশাক পরলে ধর্ষণকে প্রলুব্ধ করা হয়। এমন মন্তব্য করেছেন অন্ধ্র প্রদেশের পুলিশ প্রধান ডিজিপি ভি দিনেশ রেড্ডি। তার এ বক্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করতেই তিনি ওই বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন। বলেছেন, ভি দিনেশ রেড্ডির বিবৃতির সঙ্গে আমি কোনভাবেই একমত নই। গতকাল এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে আরও বলা হয়, শুক্রবার হায়দরাবাদে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভি দিনেশ রেড্ডি। তিনি এ সময় বলেন, ধর্ষণ বৃদ্ধির জন্য পুলিশ দায়ী নয়। এ সময় তিনি উল্টো নারীদের দোষারোপ করেন। বলেন, নারীরা যে পাতলা পোশাক ও ফ্যাশনওয়ালা পোশাক পরেন তার মাধ্যমে তারা পুরুষদের মাঝে উন্মাদনা সৃষ্টি করেন। এর ফলেই বাড়ছে ধর্ষণের ঘটনা। এ ঘটনার জন্য পুলিশের ব্যর্থতাকে দায়ী করা ঠিক নয়। শুধু শহর নয়, গ্রামেও আজকাল অনেক নারী ফ্যাশনদুরস্ত পোশাক পরছে। কেউ যদি অপরাধের ধরন নিয়ে গবেষণা করেন তাহলে তার চোখে ধরা পড়বে ধর্ষণের এটাও একটা কারণ। তার এ বক্তব্য নিয়ে তোলপাড় চলছে চারদিকে। এ নিয়ে গতকাল নয়া দিল্লিতে সাংবাদিকরা জেঁকে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে। তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি দৃঢ়তার সঙ্গে তার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছি। প্রত্যেকেরই যেমনটা পছন্দ তেমন পোশাক পরার অধিকার আছে। যখন ফুটবল, টেনিস খেলা হয় অথবা কেউ সুইমওয়্যার পরেন তখন তো কেউ সারা শরীর ঢেকে মাঠে নামেন না অথবা কেউ ককটেল পার্টিতে যান তখন তো তার সারা গা ঢেকে যান না। এ নিয়ে চারদিকে যখন শোরগোল পড়ে গেছে তখন ভি দিনেশ রেড্ডি নতুন করে দাবি করছেন তার বক্তব্যকে বিকৃত করে পরিবেশন করা হয়েছে। তিনি বলেন, তিনি বলতে চেয়েছেন ধর্ষণ বৃদ্ধির একটি কারণ হলো নারীদের পোশাকের ধরন, যেখানে পুলিশের কোন নিয়ন্ত্রণ নেই।

No comments

Powered by Blogger.