ভারতে ৫২ ব্যক্তিসহ সন্দেহভাজন জলদস্যুদের জাহাজ আটক
ভারতের নৌবাহিনী ও কোস্টগার্ড দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে জলদস্যুদের একটি সন্দেহজনক জাহাজ আটক করেছে। জাহাজে থাকা ৫২ ব্যক্তিকেও আটক করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যাপ্টেন এম নাম্বায়ার বলেন, জাহাজে সব মিলিয়ে ৫২ জন লোক ছিল। এদের মধ্যে ৩৪ জন সোমালীয় জলদস্যু বলে সন্দেহ করা হচ্ছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ওই ব্যক্তিদের একটি থাই জাহাজ থেকে আটক করা হয়। ছয় মাস আগে সোমালিয়ার উপকূল থেকে জাহাজটি ছিনতাই হয়। ধারণা করা হয়, ছিনতাইকাজে তখন থেকেই জাহাজটি ব্যবহার করা হচ্ছে।
মুম্বাই পুলিশ বলছে, তারা আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে সব তথ্য বের করে আনবে।
ভারতের নৌবাহিনীর সদস্যরা গতকাল সকালে কেরালা রাজ্যের ১০০ নটিক্যাল মাইল পশ্চিমে কাভারাত্তি এলাকায় গ্রিসের পতাকাবাহী একটি জাহাজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হওয়ার খবর পায়। এর পর নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা জলদস্যুদের খোঁজে বেরিয়ে পড়ে। বিবৃতিতে বলা হয়, দুটি নৌকা নিয়ে ওই জাহাজের কাছে যাওয়ার পর সংঘর্ষ বাধে। এ সময় নৌবাহিনী ও কোস্টগার্ড একযোগে গুলি চালালে জলদস্যুরা আত্মসমর্পণ করে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যাপ্টেন এম নাম্বায়ার বলেন, জাহাজে সব মিলিয়ে ৫২ জন লোক ছিল। এদের মধ্যে ৩৪ জন সোমালীয় জলদস্যু বলে সন্দেহ করা হচ্ছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ওই ব্যক্তিদের একটি থাই জাহাজ থেকে আটক করা হয়। ছয় মাস আগে সোমালিয়ার উপকূল থেকে জাহাজটি ছিনতাই হয়। ধারণা করা হয়, ছিনতাইকাজে তখন থেকেই জাহাজটি ব্যবহার করা হচ্ছে।
মুম্বাই পুলিশ বলছে, তারা আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে সব তথ্য বের করে আনবে।
ভারতের নৌবাহিনীর সদস্যরা গতকাল সকালে কেরালা রাজ্যের ১০০ নটিক্যাল মাইল পশ্চিমে কাভারাত্তি এলাকায় গ্রিসের পতাকাবাহী একটি জাহাজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হওয়ার খবর পায়। এর পর নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা জলদস্যুদের খোঁজে বেরিয়ে পড়ে। বিবৃতিতে বলা হয়, দুটি নৌকা নিয়ে ওই জাহাজের কাছে যাওয়ার পর সংঘর্ষ বাধে। এ সময় নৌবাহিনী ও কোস্টগার্ড একযোগে গুলি চালালে জলদস্যুরা আত্মসমর্পণ করে।
No comments