মুরালিকে মোকাবিলায় প্রস্তুত পাকিস্তান: মিসবাহ
বিশ্বকাপের সূচনাটা দুর্দান্তভাবে করেছে পাকিস্তান, শ্রীলঙ্কা দুই দলই। পাকিস্তান কেনিয়াকে হারিয়েছে ২০৫ রানে আর শ্রীলঙ্কা কানাডাকে হারিয়েছে ২১০ রানের বিশাল ব্যবধানে। এবার মুখোমুখি লড়াইয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ’৯২ ও ’৯৬-এর শিরোপাজয়ীরা।
এবারের বিশ্বকাপের পরপরই ক্রিকেটকে বিদায় বলবেন মুত্তিয়া মুরালিধরন। নিজেদের মাটিতে অনুষ্ঠিত শেষ বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখার সর্বোচ্চ চেষ্টাটাই নিশ্চয়ই থাকবে তাঁর। আর উপমহাদেশের স্পিনারবান্ধব কন্ডিশনে মুরালি সত্যিই হয়ে উঠতে পারেন ব্যাটসম্যানদের যম। সব মিলিয়ে কলম্বোয় আজকের বিগ ম্যাচে নিশ্চিতভাবেই সবার নজর থাকবে স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের দিকে। তবে পাকিস্তানের সহঅধিনায়ক মিসবাহ-উল হক আশা করছেন, মুরালিকে খুব ভালোভাবেই সামলাতে পারবেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। তিনি বলেছেন, ‘এটা দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। কোনো সন্দেহ নেই যে, মুরালি বিশ্বমানের একজন বোলার। আমরা কিন্তু তাঁকে আগেও খুব ভালোমতোই মোকাবিলা করেছি। ইউনুস খান স্পিন খুব ভালো খেলেন। অন্যান্য তরুণ ব্যাটসম্যানদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ফলে আমি নিশ্চিত, আমরা তাঁদের ভালোমতোই সামলাতে পারব।’
শ্রীলঙ্কা অনেক দিন ধরেই ধারাবাহিকভাবে ভালো খেলছে, তার ওপর এবার বিশ্বকাপটা হচ্ছে তাদের নিজেদের দেশেই। সব মিলিয়ে লঙ্কানদেরই কিছুটা এগিয়ে রেখেছেন অনেকে। কিন্তু পুরো শক্তি দিয়ে খেলতে পারলে পাকিস্তান জয় ছিনিয়ে আনতে পারবে বলেই বিশ্বাস মিসবাহর। বলেছেন, ‘কয়েক বছর ধরেই শ্রীলঙ্কা ধারাবাহিকভাবে ভালো খেলছে। নিজেদের মাটিতে তারা খুবই শক্ত প্রতিপক্ষ। কাজেই আমাদের খুবই ভালোমতো পরিকল্পনা করে মাঠে নামতে হবে। সম্মিলিতভাবে ভালো খেলতে পারলেই আমরা তাদের হারাতে পারব।’
এবারের বিশ্বকাপের পরপরই ক্রিকেটকে বিদায় বলবেন মুত্তিয়া মুরালিধরন। নিজেদের মাটিতে অনুষ্ঠিত শেষ বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখার সর্বোচ্চ চেষ্টাটাই নিশ্চয়ই থাকবে তাঁর। আর উপমহাদেশের স্পিনারবান্ধব কন্ডিশনে মুরালি সত্যিই হয়ে উঠতে পারেন ব্যাটসম্যানদের যম। সব মিলিয়ে কলম্বোয় আজকের বিগ ম্যাচে নিশ্চিতভাবেই সবার নজর থাকবে স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের দিকে। তবে পাকিস্তানের সহঅধিনায়ক মিসবাহ-উল হক আশা করছেন, মুরালিকে খুব ভালোভাবেই সামলাতে পারবেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। তিনি বলেছেন, ‘এটা দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। কোনো সন্দেহ নেই যে, মুরালি বিশ্বমানের একজন বোলার। আমরা কিন্তু তাঁকে আগেও খুব ভালোমতোই মোকাবিলা করেছি। ইউনুস খান স্পিন খুব ভালো খেলেন। অন্যান্য তরুণ ব্যাটসম্যানদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ফলে আমি নিশ্চিত, আমরা তাঁদের ভালোমতোই সামলাতে পারব।’
শ্রীলঙ্কা অনেক দিন ধরেই ধারাবাহিকভাবে ভালো খেলছে, তার ওপর এবার বিশ্বকাপটা হচ্ছে তাদের নিজেদের দেশেই। সব মিলিয়ে লঙ্কানদেরই কিছুটা এগিয়ে রেখেছেন অনেকে। কিন্তু পুরো শক্তি দিয়ে খেলতে পারলে পাকিস্তান জয় ছিনিয়ে আনতে পারবে বলেই বিশ্বাস মিসবাহর। বলেছেন, ‘কয়েক বছর ধরেই শ্রীলঙ্কা ধারাবাহিকভাবে ভালো খেলছে। নিজেদের মাটিতে তারা খুবই শক্ত প্রতিপক্ষ। কাজেই আমাদের খুবই ভালোমতো পরিকল্পনা করে মাঠে নামতে হবে। সম্মিলিতভাবে ভালো খেলতে পারলেই আমরা তাদের হারাতে পারব।’
No comments