বেদনানাশক ওষুধ কেনার নির্দেশ দিয়েছিলেন জ্যাকসনের চিকিৎসক
পপসম্রাট মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে প্রায় এক মাসে ২৫৫ শিশি উচ্চমাত্রার বেদনানাশক ওষুধ (প্রোপোফল) ক্রয়ের নির্দেশ দিয়েছিলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে। ওই ওষুধের কারণেই তাঁর মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়।অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে মারেকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে কি না, সে বিষয়টি মীমাংসার জন্য শুনানি চলছে লস অ্যাঞ্জেলসের আদালতে।লস অ্যাঞ্জেলসের একটি ওষুধের দোকানের মালিক টিম লোপেজ গত সোমবার আদালতে জানিয়েছেন, ২০০৯ সালের ৬ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত মারে তাঁর দোকান থেকে ২৫৫ শিশি উচ্চশক্তির বেদনানাশক ওষুধ কেনার নির্দেশ দিয়েছিলেন মারে। ২০০৯ সালের ২৫ জুন মারা যান জ্যাকসন।
মারের সঙ্গে সম্পর্ক আছে এবং তাঁদের একটি ছেলে আছে এমন এক নারী গত সপ্তাহে আদালতকে জানান, শান্তা মানিকার অ্যাপার্টমেন্টে ওই সময় মারের ঠিকানায় কিছু বেদনানাশক ওষুধ এসেছিল। ২০০৯ সালের মার্চ থেকে জুন পর্যন্ত তাঁরা ওই বাসায় ছিলেন।এর আগে জ্যাকসনের দেহরক্ষী আলবার্তো আলভারেজ আদালতকে বলেছেন, জ্যাকসনের মৃত্যুর পর প্যারামেডিকসরা পৌঁছার আগেই মরদেহের পাশ থেকে ওষুধের শিশিসহ চিকিৎসা সরঞ্জাম সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন মারে।
মারের সঙ্গে সম্পর্ক আছে এবং তাঁদের একটি ছেলে আছে এমন এক নারী গত সপ্তাহে আদালতকে জানান, শান্তা মানিকার অ্যাপার্টমেন্টে ওই সময় মারের ঠিকানায় কিছু বেদনানাশক ওষুধ এসেছিল। ২০০৯ সালের মার্চ থেকে জুন পর্যন্ত তাঁরা ওই বাসায় ছিলেন।এর আগে জ্যাকসনের দেহরক্ষী আলবার্তো আলভারেজ আদালতকে বলেছেন, জ্যাকসনের মৃত্যুর পর প্যারামেডিকসরা পৌঁছার আগেই মরদেহের পাশ থেকে ওষুধের শিশিসহ চিকিৎসা সরঞ্জাম সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন মারে।
No comments