ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার ১৫৮ রানের চ্যালেঞ্জ
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ক্যামেরুন হোয়াইট নিজের অভিষেকেই টস জিতলেন। অ্যাডিলেড ওভালের ব্যাটিং উইকেটে প্রথমে ব্যাট করার ইচ্ছাও পূরণ করলেন সঙ্গে সঙ্গে। অধিনায়কের ইচ্ছার সঙ্গে নিজেদের ব্যাটিংকে মিলিয়ে অসি ব্যাটসম্যানরা দলের স্কোরকে নির্ধারিত ২০ ওভারে নিয়ে গেলেন ১৫৭তে।
শেন ওয়াটসনের ৩১ বলে ৫০ ও ওয়ার্নারের ২৮ বলে ৩০ রানের ওপর ভর করে শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়া। ৮৩ রানের ওপেনিং জুঁটি গড়ে দেয় ভালো সংগ্রহের ভিত। এরপরে, মাইক হাসির ২৮ ও ডেব্যুট্যান্ট ফিঞ্চের ১৫ রান অস্ট্রেলিয়াকে নিয়ে গেছে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে।
ইংল্যান্ডের পক্ষে অভিষিক্ত ওয়াকস ৩৪ রানে নিয়েছেন ১ উইকেট। তবে সবচেয়ে সফল ইংলিশ বোলার ছিলেন ইয়ার্ডি। ২৮ রানের বিনিময়ে তাঁর সংগ্রহ ২ উইকেট।
শেন ওয়াটসনের ৩১ বলে ৫০ ও ওয়ার্নারের ২৮ বলে ৩০ রানের ওপর ভর করে শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়া। ৮৩ রানের ওপেনিং জুঁটি গড়ে দেয় ভালো সংগ্রহের ভিত। এরপরে, মাইক হাসির ২৮ ও ডেব্যুট্যান্ট ফিঞ্চের ১৫ রান অস্ট্রেলিয়াকে নিয়ে গেছে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে।
ইংল্যান্ডের পক্ষে অভিষিক্ত ওয়াকস ৩৪ রানে নিয়েছেন ১ উইকেট। তবে সবচেয়ে সফল ইংলিশ বোলার ছিলেন ইয়ার্ডি। ২৮ রানের বিনিময়ে তাঁর সংগ্রহ ২ উইকেট।
No comments