দুই বছর পর
কাল রাতে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলে ফেলল ব্রাজিল। তানজানিয়ার বিপক্ষে। এই ম্যাচে গোলপোস্টের নিচে পরিচিত মুখটিকে দেখতে না পেয়ে ব্রাজিল সমর্থকেরা কি চিন্তিত? দুশ্চিন্তার কিছু নেই। জিম্বাবুয়ে ম্যাচে চোট পাওয়া হুলিও সিজারকে ব্রাজিল খেলায়নি বাড়তি সতর্কতার কারণেই। গত দুই বছরে এই প্রথম ব্রাজিল কোনো ম্যাচ খেলল এই গোলরক্ষককে ছাড়াই। সিজার-বিহীন ব্রাজিল সর্বশেষ ম্যাচটি খেলেছিল সেই ২০০৮ সালের জুনে, ভেনেজুয়েলার বিপক্ষে। অতন্দ্র গোলপ্রহরী ৩০ বছর বয়সী সিজার ব্রাজিলের এবারের শিরোপা-স্বপ্নের অন্যতম কারিগর। তাই তাঁকে নিয়ে সামান্য ঝুঁকি নিতেও রাজি নয় দল। অবশ্য জাতীয় দলে নিয়মিত সুযোগ পেতেন না তিনি নিজেও। দিদা যে তখন ছিলেন!
No comments