ফুটবল মাঠে লারা
একটা ক্ষেত্রে এই চারজনের মিল আছে—এঁরা সবাই গ্রেট। তার পরও ডানের তিনজনের বাঁ পাশের জনকে এক ফ্রেমে দেখতে পাওয়াটা অবাক করার মতোই। হেনরিক লারসন, রায়ান গিগস (বাঁ থেকে দ্বিতীয় ও চতুর্থ) এবং তাঁদের মাঝের অন্যজন ফুটবলার, কিন্তু ব্রায়ান লারা যে ক্রিকেটার! শুধু এঁরাই নন, কাল ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র তারকা উডি হ্যারেলসন, বক্সিং কিংবদন্তি জো কালজাঘেও। সবাইকে এক করেছিল একটি মহৎ উদ্যোগ। ইউনিসেফের তহবিল সংগ্রহের জন্য ওল্ড ট্রাফোর্ডে গত পরশু একটি প্রদর্শনী ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও অবশিষ্ট বিশ্ব একাদশ। ইংল্যান্ড দলে ছিলেন অ্যালান শিয়েরার, টেডি শেরিংহাম, নিকি বাট, ডেভিড সিম্যানের মতো সাবেকেরা। আর অবশিষ্ট বিশ্ব একাদশ দলে গিগস, লারা ছাড়াও ছিলেন জিনেদিন জিদান, ইয়েন্স লেম্যান, কালজাঘেরা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর অবশিষ্ট বিশ্ব একাদশ জেতে টাইব্রেকারে। মূল উদ্দেশ্য যেটি ছিল, সফলও হয়েছে তাও। তারার মেলা দেখতে ভিড় জমিয়েছিল হাজারো দর্শক, সংগ্রহ হয়েছে ২০ লাখ পাউন্ড
No comments