খারাপের মধ্যে ভালো দেখছেন আনেলকা
সমুদ্রে ডুবতে বসা মানুষ নাকি খড়কুটো আঁকড়ে ধরে ভরসা পেতে চায়। নিকোলাস আনেলকাও কি তাই করছেন?
বিশ্বকাপের এই আগ মুহূর্তেও ফ্রান্স দল হার আর ড্রয়ের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। বাছাইপর্ব পার হয়েছে তারা আয়ারল্যান্ডকে বিতর্কিত প্লে-অফে হারিয়ে। সর্বশেষ চীনের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচে হেরেছে ফ্রান্স।
এই খারাপ ফলের মধ্যেই আশা খুঁজে পাচ্ছেন ফরাসি স্ট্রাইকার আনেলকা। এতটাই যে, তাদের বিশ্বাস, ফ্রান্স ফাইনালে চলে যাবে। যুক্তিও আছে—খারাপ করছে বলে লোকে ফ্রান্সকে নিয়ে আশা করবে না। এটা নাকি ফ্রান্সের জন্য চাপমুক্ত থাকার এবং ভালো করার মহৌষধ, ‘চাপ ছাড়া খেলতে পারাটাই ভালো। প্রতিবার ফ্রান্সের ওপর চাপ থাকে আর আমরা ভালো করতে পারি না। এবার আমাদের নিয়ে কেউ আশা করছে না। আর এটাই আমাদের ফাইনালে পৌঁছে দিতে পারে। দেখা যাক, কী হয়!’
যুক্তিটা ফেলে দেওয়ার মতো নয়। তবে এসব যুক্তি সব ফ্রান্সের বেলায়ই শোনা যাচ্ছে। সেদিন শোনা গেল হোটেলের থাকার কারণে খারাপ করবে ফরাসিরা। এখন শোনা যাচ্ছে, খারাপ করছে বলে ভালো করবে
বিশ্বকাপের এই আগ মুহূর্তেও ফ্রান্স দল হার আর ড্রয়ের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। বাছাইপর্ব পার হয়েছে তারা আয়ারল্যান্ডকে বিতর্কিত প্লে-অফে হারিয়ে। সর্বশেষ চীনের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচে হেরেছে ফ্রান্স।
এই খারাপ ফলের মধ্যেই আশা খুঁজে পাচ্ছেন ফরাসি স্ট্রাইকার আনেলকা। এতটাই যে, তাদের বিশ্বাস, ফ্রান্স ফাইনালে চলে যাবে। যুক্তিও আছে—খারাপ করছে বলে লোকে ফ্রান্সকে নিয়ে আশা করবে না। এটা নাকি ফ্রান্সের জন্য চাপমুক্ত থাকার এবং ভালো করার মহৌষধ, ‘চাপ ছাড়া খেলতে পারাটাই ভালো। প্রতিবার ফ্রান্সের ওপর চাপ থাকে আর আমরা ভালো করতে পারি না। এবার আমাদের নিয়ে কেউ আশা করছে না। আর এটাই আমাদের ফাইনালে পৌঁছে দিতে পারে। দেখা যাক, কী হয়!’
যুক্তিটা ফেলে দেওয়ার মতো নয়। তবে এসব যুক্তি সব ফ্রান্সের বেলায়ই শোনা যাচ্ছে। সেদিন শোনা গেল হোটেলের থাকার কারণে খারাপ করবে ফরাসিরা। এখন শোনা যাচ্ছে, খারাপ করছে বলে ভালো করবে
No comments