জাপানের মালবাহী নভোযানের সফল উড্ডয়ন
জাপানের নতুন মনুষ্যবিহীন ও মালবাহী নভোযানের উড্ডয়ন সফল হয়েছে। সে দেশের দক্ষিণাঞ্চলীয় একটি ঘাঁটি থেকে উেক্ষপণ করার পর এইচ-১১ ট্রান্সফার ভেহিক্যালটি (এইচটিভি) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। এটি প্রায় ৪ দশমিক ৫ টন পণ্য বয়ে নিয়ে যাচ্ছে। খেয়াযানটির নিজের ওজন ১৬ দশমিক ৫ টন। এটি প্রায় ছয় টন মালামাল বহনে সক্ষম।
জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, একটি এইচ-আইআইবি রকেটের সাহায্যে ওই খেয়াযানটি স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত আটটা এক মিনিটে উড্ডয়ন করে।
জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, একটি এইচ-আইআইবি রকেটের সাহায্যে ওই খেয়াযানটি স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত আটটা এক মিনিটে উড্ডয়ন করে।
No comments