৪০০ মিটার হার্ডলসের স্বর্ণ ডালিয়াহ মুহাম্মাদের
মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের ডালিয়াহ মুহাম্মাদ। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ডেনমার্কের সারা স্লট পিটারসেন রুপা ও যুক্তরাষ্ট্রের অ্যাশলি স্পেন্সার ব্রোঞ্জ পেয়েছেন। রিও গেমসের ত্রয়োদশ দিন বাংলাদেশ সময় শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে দৌড় শুরুর পর প্রথম হার্ডল সবার আগেই পার হন মুহাম্মদ। দৌড়ের কোনো সময়ই মনে হয়নি প্রতিদ্বন্দ্বীরা তাকে টপকাতে পারবে। মুহাম্মাদ সময় নেন ৫৩.১৩ সেকেন্ড,
যা পিটারসেনের চেয়ে ০.৪২ সেকেন্ড কম। এ বছর দ্রুততম টাইমিং নিয়েই রিওতে এসেছিলেন ২৬ বছর বয়সী মুহাম্মাদ। তাই স্বপ্ন দেখছিলেন অলিম্পিক স্বর্ণের। স্বপ্ন সত্যি হওয়ার পর তিনি বলেন, ‘জয়ের বাস্তবতা স্বপ্নের চেয়েও মধুর। আমার নামের আগে এখন থাকবে অলিম্পিক চ্যাম্পিয়ন।’ ওয়েবসাইট।
No comments