‘নতুন প্রজন্ম এ দেশ পাল্টে দেবে’ by কনা
কেমন গেল ২০১১ ২০১১ সালে বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে। এ দেশের ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনের অংশ ছিলাম আমি। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আমি পারফর্ম করেছি, এটা আমার জন্য বিরাট এক অর্জন। আমার জন্য বছরটা দারুণভাবে শুরু হলেও এ বছর সড়ক দুর্ঘটনা এমন একটি ভয়াবহ জায়গায় পৌঁছেছে যে ভাবলে শিউরে উঠতে হয়। কিছুতেই মেনে নিতে পারি না বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের
মৃত্যু। কাজেই, অনেক কিছুর পাশাপাশি ২০১১ চিহ্নিত হয়ে থাকবে সড়ক দুর্ঘটনার বছর হিসেবে। বছরজুড়েই তো দেখলাম রাজনৈতিক অস্থিরতা। এ মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন যে এখান থেকে সংঘাত আর হানাহানির পূর্বাভাসই কেবল পাওয়া যাচ্ছে। জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা কেবল বাড়ছেই। কোনো সমস্যার ক্ষেত্রেই তো সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। ২০১১ সালে মানুষ ভালো ছিল, এ কথা আমি অবশ্যই বলব না।
সংগীতশিল্পের জন্য অবশ্য ২০১১ সাল মোটামুটি ভালোমন্দেই কেটে গেছে। অনেকেই ভালো মিউজিক করছে। অনেক নতুন অ্যালবাম আসছে। আমার জন্য এ বছরকে একজন শিল্পী হিসেবে ভালোই বলব। প্রায় তিন বছর পর এ বছরই আমার সিম্পলি কনা নামের একটি অ্যালবাম বাজারে এসেছে। এই অ্যালবামে আমি সংগীতানুরাগীদের ভালোই সাড়া পেয়েছি।
কেমন চাই ২০১২
২০১১ সালে দেশে যেসব সমস্যা দেখেছি, অনুভব করেছি, ২০১২ সালে এগুলোরই পরিবর্তন চাই। আমি রাজনীতির ব্যাপারে কিছু বলতে চাই না। এ দেশের রাজনীতিকে আমি ভবিতব্যের ওপরই ছেড়ে দিয়েছি। তার পরও প্রত্যাশা করি, নতুন শিক্ষিত প্রজন্ম এ দেশের রাজনীতির খোলনলচে পাল্টে দেবে।
দেশের যোগাযোগ খাত নিয়ে আমার অনেক আগ্রহ। নতুন বছরে সরকারের কাছে আমার প্রত্যাশা, তারা যেন ঢাকা শহরের যানজট নিরসনের ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ নেয়। অনেক প্রকল্পের কথা শুনছি—এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ইত্যাদি। এ বছর যেন সরকার এই প্রকল্পগুলোর কাজ শুরু করতে পারে, সেই প্রত্যাশা করি। একজন সংগীতশিল্পী হিসেবে চাইব, সংগীতশিল্পের উন্নতি আর এই শিল্পের জন্য হুমকি পাইরেসি থেকে মুক্তি।
অনুলিখন: নাইর ইকবাল
সংগীতশিল্পের জন্য অবশ্য ২০১১ সাল মোটামুটি ভালোমন্দেই কেটে গেছে। অনেকেই ভালো মিউজিক করছে। অনেক নতুন অ্যালবাম আসছে। আমার জন্য এ বছরকে একজন শিল্পী হিসেবে ভালোই বলব। প্রায় তিন বছর পর এ বছরই আমার সিম্পলি কনা নামের একটি অ্যালবাম বাজারে এসেছে। এই অ্যালবামে আমি সংগীতানুরাগীদের ভালোই সাড়া পেয়েছি।
কেমন চাই ২০১২
২০১১ সালে দেশে যেসব সমস্যা দেখেছি, অনুভব করেছি, ২০১২ সালে এগুলোরই পরিবর্তন চাই। আমি রাজনীতির ব্যাপারে কিছু বলতে চাই না। এ দেশের রাজনীতিকে আমি ভবিতব্যের ওপরই ছেড়ে দিয়েছি। তার পরও প্রত্যাশা করি, নতুন শিক্ষিত প্রজন্ম এ দেশের রাজনীতির খোলনলচে পাল্টে দেবে।
দেশের যোগাযোগ খাত নিয়ে আমার অনেক আগ্রহ। নতুন বছরে সরকারের কাছে আমার প্রত্যাশা, তারা যেন ঢাকা শহরের যানজট নিরসনের ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ নেয়। অনেক প্রকল্পের কথা শুনছি—এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ইত্যাদি। এ বছর যেন সরকার এই প্রকল্পগুলোর কাজ শুরু করতে পারে, সেই প্রত্যাশা করি। একজন সংগীতশিল্পী হিসেবে চাইব, সংগীতশিল্পের উন্নতি আর এই শিল্পের জন্য হুমকি পাইরেসি থেকে মুক্তি।
অনুলিখন: নাইর ইকবাল
No comments