নেদারল্যান্ডে জোট সরকার গঠনে আলোচনা ব্যর্থ
নেদারল্যান্ডে জোট সরকার গঠনে সমঝোতার আলোচনা ব্যর্থ হয়েছে। এ আলোচনা থেকে ফ্রিডম পার্টির (পিভিভি) নেতা গ্রিট ওয়াইল্ডারস বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, সরকার গঠনে চলমান সংকট শিগগির দূর হবে না।
গত জুনে দেশটির সাধারণ নির্বাচনে লিবারেল পার্টি (ভিভিডি) জয়লাভ করে। কিন্তু সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন তারা পায়নি। গত ৯ আগস্ট থেকে ডানপন্থী পিভিভি ও ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিএ) পার্টির সঙ্গে জোট বাঁধার চেষ্টা করে ভিভিডি। কিন্তু গতকাল শনিবার হেগে ভিভিডি পার্টির নেতা মার্ক রুট সংবাদ সম্মেলনে বলেন, সমঝোতার আলোচনা ব্যর্থ হয়েছে।
পিভিভির নেতা গ্রিট ওয়াইল্ডারস সাংবাদিকদের বলেন, ‘নেদারল্যান্ডে একটি স্থিতিশীল সরকার দরকার। আমরা তা-ই চাই। কিন্তু সিডিএর কিছু নেতার প্রতি আমাদের আস্থা নেই। আমরা মনে করি, সিডিএর সঙ্গে জোটে থাকা সম্ভব নয়। যদিও আমরা সত্যিই বিরোধী দলে থাকার চেয়ে বরং স্থিতিশীল জোট সরকার গঠনেই বেশি আস্থা রাখি।’
এদিকে সিডিএর কিছু নেতা মন্তব্য করেছেন, ওয়াইল্ডারের কট্টর ইসলাম-বিরোধিতা ও অভিবাসনবিরোধী অবস্থানকে তাঁরা সমর্থন করেন না। অতএব তাঁর সঙ্গে সমঝোতা চলে না।
গত জুনে দেশটির সাধারণ নির্বাচনে লিবারেল পার্টি (ভিভিডি) জয়লাভ করে। কিন্তু সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন তারা পায়নি। গত ৯ আগস্ট থেকে ডানপন্থী পিভিভি ও ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিএ) পার্টির সঙ্গে জোট বাঁধার চেষ্টা করে ভিভিডি। কিন্তু গতকাল শনিবার হেগে ভিভিডি পার্টির নেতা মার্ক রুট সংবাদ সম্মেলনে বলেন, সমঝোতার আলোচনা ব্যর্থ হয়েছে।
পিভিভির নেতা গ্রিট ওয়াইল্ডারস সাংবাদিকদের বলেন, ‘নেদারল্যান্ডে একটি স্থিতিশীল সরকার দরকার। আমরা তা-ই চাই। কিন্তু সিডিএর কিছু নেতার প্রতি আমাদের আস্থা নেই। আমরা মনে করি, সিডিএর সঙ্গে জোটে থাকা সম্ভব নয়। যদিও আমরা সত্যিই বিরোধী দলে থাকার চেয়ে বরং স্থিতিশীল জোট সরকার গঠনেই বেশি আস্থা রাখি।’
এদিকে সিডিএর কিছু নেতা মন্তব্য করেছেন, ওয়াইল্ডারের কট্টর ইসলাম-বিরোধিতা ও অভিবাসনবিরোধী অবস্থানকে তাঁরা সমর্থন করেন না। অতএব তাঁর সঙ্গে সমঝোতা চলে না।
No comments