ঈদের আগেই ফুটবল কোচ
দুই পক্ষে চুক্তি হয়ে গেছে অনলাইনে। এবার নতুন কোচের কাজে যোগদানের পালা। সেই অনুযায়ী রবার্ট রুবচিচ ঢাকায় চলে আসছেন ৮ সেপ্টেম্বর। নতুন ক্রোয়েশিয়ান কোচ আসার পরই বিকেএসপিতে এশিয়ান গেমসের প্রস্তুতিরত অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের ক্যাম্পে ঈদের বিরতি দেবে বাফুফে। ক্রুসিয়ানি, ডিডোদের উত্তরসূরি হিসেবে এক বছরের চুক্তিতে রবার্ট রুবচিচ বাংলাদেশের ফুটবল কোচ হয়ে গেছেন ১ সেপ্টেম্বর।
বাফুফে থেকে কাল আনুষ্ঠানিকভাবে তাঁর ঢাকায় আসার দিনক্ষণ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কোচের জীবনবৃত্তান্তও জুড়ে দিয়েছে বাফুফে। তাতে দেখা যায়, উয়েফা প্রো-লাইসেন্সধারী রুবচিচ ক্রোয়েশিয়ার ঘরোয়া ফুটবলে কোচিং করাচ্ছেন ২০০০ সাল থেকে। ২০০৫ সাল থেকে গত বছর পর্যন্ত যুক্ত ছিলেন স্থানীয় দল এফসি রিজেকার সঙ্গে। একই দলের হয়ে খেলোয়াড়ি জীবন শুরু করেছেন রুবচিচ। যুগোস্লাভিয়ার যুব দলে খেলেছেন, এ ছাড়া ওয়ার্ল্ড স্টার টিমের হয়ে দুটি ম্যাচ খেলেছেন।
বাফুফে থেকে কাল আনুষ্ঠানিকভাবে তাঁর ঢাকায় আসার দিনক্ষণ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কোচের জীবনবৃত্তান্তও জুড়ে দিয়েছে বাফুফে। তাতে দেখা যায়, উয়েফা প্রো-লাইসেন্সধারী রুবচিচ ক্রোয়েশিয়ার ঘরোয়া ফুটবলে কোচিং করাচ্ছেন ২০০০ সাল থেকে। ২০০৫ সাল থেকে গত বছর পর্যন্ত যুক্ত ছিলেন স্থানীয় দল এফসি রিজেকার সঙ্গে। একই দলের হয়ে খেলোয়াড়ি জীবন শুরু করেছেন রুবচিচ। যুগোস্লাভিয়ার যুব দলে খেলেছেন, এ ছাড়া ওয়ার্ল্ড স্টার টিমের হয়ে দুটি ম্যাচ খেলেছেন।
No comments