কলম্বিয়ায় দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুন
কলম্বিয়ায় গত রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রতিরক্ষামন্ত্রী জুয়ান ম্যানুয়েল সান্তোস বিজয়ী হলেও প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। তিনি পেয়েছেন ৪৭ শতাংশ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির আন্তানাস মোকাস পেয়েছেন ২১ শতাংশ ভোট। এ অবস্থায় নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় ভোট গ্রহণের ঘোষণা দিয়েছে। আগামী ২০ জুন এ ভোট গ্রহণ করা হবে।
এবার প্রেসিডেন্ট নির্বাচনে মোট দুই কোটি ৯০ লাখ ভোটারের মধ্যে প্রায় অর্ধেক লোকই ভোট দেননি। জনপ্রিয় প্রেসিডেন্ট আলভারো ইউরাইবের সমর্থিত প্রার্থী সান্তোস ২০ জুন দ্বিতীয় দফার নির্বাচনে পরাজিত কোনো কোনো প্রার্থীর সমর্থন নিয়ে প্রয়োজনীয় সংখ্যক ভোট পাওয়ার প্রত্যাশা করছেন।
এবার প্রেসিডেন্ট নির্বাচনে মোট দুই কোটি ৯০ লাখ ভোটারের মধ্যে প্রায় অর্ধেক লোকই ভোট দেননি। জনপ্রিয় প্রেসিডেন্ট আলভারো ইউরাইবের সমর্থিত প্রার্থী সান্তোস ২০ জুন দ্বিতীয় দফার নির্বাচনে পরাজিত কোনো কোনো প্রার্থীর সমর্থন নিয়ে প্রয়োজনীয় সংখ্যক ভোট পাওয়ার প্রত্যাশা করছেন।
No comments