তামিম এখন পঁচিশে
লর্ডসে সেঞ্চুরি করে স্বপ্ন পূরণ করেছেন। এবার র্যাঙ্কিংয়েও ছোটখাটো একটা লাফ দিলেন তামিম ইকবাল। ছয় ধাপ এগিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপেনার এখন পঁচিশে। এটাই তামিমের ক্যারিয়ার-সেরা র্যাঙ্কিং। সর্বশেষ ১১ ইনিংসে দুটি সেঞ্চুরি ছাড়াও তামিমের ৭টি ফিফটি। পঁচিশে তাঁর সঙ্গী মহেন্দ্র সিং ধোনি ও পল কলিংউড। শীর্ষ তিনে আগের মতোই বীরেন্দর শেবাগ, হাশিম আমলা ও মাহেলা জয়াবর্ধনে।
দুই ইনিংসেই ফিফটি করা জুনায়েদ সিদ্দিক ৫৭ থেকে এগিয়ে এখন আছেন ৫০ নম্বরে। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন লর্ডসের ম্যাচসেরা স্টিভেন ফিন। ৪৮ ধাপ এগিয়ে ইংলিশ পেসার এখন ৪৮-এ।
লর্ডসে কোনো উইকেট না পেয়েও পাঁচ থেকে তিনে উঠে এসেছেন গ্রায়েম সোয়ান। সেরা দুইয়ে আগের মতোই স্টেইন ও জনসন। এক ধাপ এগিয়ে শাহাদাত হোসেন এখন ৩৬-এ, তাঁকে জায়গা ছেড়ে দিয়ে এক ধাপ নিচে নেমেছেন মাশরাফি বিন মর্তুজা।
দুই ইনিংসেই ফিফটি করা জুনায়েদ সিদ্দিক ৫৭ থেকে এগিয়ে এখন আছেন ৫০ নম্বরে। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন লর্ডসের ম্যাচসেরা স্টিভেন ফিন। ৪৮ ধাপ এগিয়ে ইংলিশ পেসার এখন ৪৮-এ।
লর্ডসে কোনো উইকেট না পেয়েও পাঁচ থেকে তিনে উঠে এসেছেন গ্রায়েম সোয়ান। সেরা দুইয়ে আগের মতোই স্টেইন ও জনসন। এক ধাপ এগিয়ে শাহাদাত হোসেন এখন ৩৬-এ, তাঁকে জায়গা ছেড়ে দিয়ে এক ধাপ নিচে নেমেছেন মাশরাফি বিন মর্তুজা।
No comments