ময়মনসিংহেও সেই একই শেখ রাসেল
ময়মনসিংহে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের দ্বিতীয় দিন ঘুচল গোলখরা। প্রথমদিন শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর গোলশূন্য ম্যাচ গ্যালারিভর্তি দর্শকদের নিরাশ করেছিল। শনিবার রফিক উদ্দিন ভূঞা স্টেডিয়ামে দর্শকের ঢল না নামলেও গোলের দেখা পাওয়া গেছে। এদিন চতুর্থ রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ফেনী সকার ক্লাব ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। চট্টগ্রাম থেকে ময়মনসিংহেও দুর্ভাগ্য বয়ে নিয়ে এসেছে শেখ রাসেল। হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না তারা।
গতবারের রানার্সআপরা এ নিয়ে চার ম্যাচে হারল। কোচ মারুফুল হক এজন্য দায়ী করেছেন খেলোয়াড়দের। ‘আমরা হেরেছি ওদের জন্যই। খেলতেই পারছে না ওরা’, নিজের খেলোয়াড়দের ম্যাচ শেষে কাঠগড়ায় দাঁড় করালেন মারুফুল। শনিবারের ম্যাচে ফেনীর দুই গোলদাতা থুরাম ফ্রাংক ও চৌমিন রাখাইন। যথাক্রমে ৩৫ ও ৮০ মিনিটে এ দু’জনের দুটি গোল ফেনীকে পুরো তিন পয়েন্ট এনে দেয়। শেখ রাসেলের আক্রমণভাগের খেলোয়াড়রা সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন।
No comments