চুল পড়ছে? ব্যবহার করুন ক্যাস্টর অয়েল
আঠালো
ক্যাস্টর অয়েল ব্যবহার প্রক্রিয়া নিয়ে অনেকেই দ্বিধান্বিত হয়ে যান।
সাধারণত বিভিন্ন তেলের সঙ্গে মিশিয়ে পাতলা করে ব্যবহার করতে হয় ক্যাস্টর
অয়েল। এই তেলের রয়েছে অনেক গুণ। চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে
ক্যাস্টর অয়েল। পাশাপাশি ঘন ও কালো চুলের জন্যও নিশ্চিন্তে ব্যবহার করতে
পারেন এটি। জেনে নিন কীভাবে চুলে ব্যবহার করবেন এই তেল।
- *২ টেবিল চামচ নারকেল এল, ২ টেবিল চামচ তিলের তেল ও ২ টেবিল চামচ আমন্ড তেলের সঙ্গে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি সামান্য গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু ব্যবহার করে।
- *২ চা চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে আধা কাপ অ্যালোভেরা জেল, ১ চা চামচ তুলসি পাতার গুঁড়া ও ২ চা চামচ মেথির গুঁড়া মেশান। মিশ্রণটি সম্পূর্ণ চুলে লাগিয়ে রাখুন ২ থেকে ৩ ঘণ্টা। কুসুম গরম পানি ও মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- *সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও পেঁয়াজের রস মিশিয়ে চুলে লাগান। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। পেঁয়াজের গন্ধ দূর করতে চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন হেয়ার প্যাকে।
- *সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল গরম করে ২টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। আঙুলের সাহায্যে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
- *সমপরিমাণ ক্যাস্টর অয়েল, সরিষার তেল ও অলিভ অয়েল মিশিয়ে ১ ঘণ্টা চুলে লাগিয়ে রাখুন। ভেষজ শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন
তথ্য: স্টাইল ক্রেজ
No comments