স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জয়া আহসান

‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ছবির প্রচারণায় গত মাসে বাংলাদেশে এসেছেন জয়া আহসান। দেশের মধ্যে খুব বেশি কাজে নিজেকে না জড়ালেও কলকাতায় নিয়মিত কাজের চেষ্টায় রয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার অভিনয় করছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। ইন্দ্রানী রায় চৌধুরীর পরিচালনায় ‘ভালোবাসার শহর দ্য সিটি অব লাভ’ নামের এ চলচ্চিত্রটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এতে জয়া অভিনয় করেছেন অরুণ মুখোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে।
এ প্রসঙ্গে জয়া বলেন, ‘ভালোবাসার শহর মূলত সাধারণ মানুষের জীবনের মানবিক গল্পের ছবি। এতে কাজ করে আমি তৃপ্ত। তবে ভালো লাগবে যদি আমার দর্শকরা এটি দেখেন।’ আগামী মাসেই চলচ্চিত্রটি মুক্তি পাবে। এ মুহূর্তে অবশ্য বাংলাদেশেই অবস্থান করছেন। ২০ এপ্রিল আকরাম খান পরিচালিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘খাঁচা’র শুটিং শেষ করেছেন। চলতি মাসের শেষেই জয়া কলকাতায় শুরু করবেন মনোজ মিশিগানের পরিচালনায় ‘আমি জয় চ্যাটার্জি’ চলচ্চিত্রের কাজ। কলকাতায় আরও মুক্তির অপেক্ষায় রয়েছে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ চলচ্চিত্রটি।

No comments

Powered by Blogger.