ছবি নির্মাণ করবেন সুবর্ণা মোস্তাফা
সুবর্ণা মোস্তাফা |
অভিনয়ে তার জুড়ি মেলা ভার। টিভি পর্দায় সুবর্ণা মোস্তাফা মানেই যেন বাড়তি কিছু। নতুন প্রজন্মের অভিনয় শিল্পীদের বরাবরই অনুকরণীয় ব্যক্তি তিনি। টিভি পর্দায় এখনও দাপটে সঙ্গে নিয়মিত অভিনয় করছেন এ তারকা। সম্প্রতি ভিন্ন এ কথা শোনা গেল তার মুখ থেকে। নাচে-গানে ভরপুর সম্পূর্ণ বাণিজ্যিক ছবি নির্মাণে নামতে যাচ্ছেন তিনি। সম্প্রতি এমন কথাই জানিয়েছেন এ তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরোপুরি বাণিজ্যিক ছবি বানানোর পরিকল্পনা আমার অনেক দিন আগের। নানা কারণে এটি হয়ে উঠছে না।
তবে যে কোনো সময়ে হুটহাট বাণিজ্যিক ছবি নির্মাণের ঘোষণা দিয়ে দেব। যাতে বিনোদনবিষয়ক সবকিছুই থাকবে।’ সুবর্ণা মোস্তাফা শুধু যে নাটকেই অভিনয় করেন এমন নয়, আগে ছবিতেও অভিনয় করেছেন। কিন্তু নানা কারণে সেটি নিয়মিত হয়নি। নাটকে অভিনয় নিয়েই তার ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে। নিয়মিত অংশ নিচ্ছেন টিভির নানা অনুষ্ঠান নিয়েও। এরইমধ্যে ঈদের জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন তিনি। আরও কিছু নাটকে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন।
No comments