থাই সুন্দরীর খেতাব ত্যাগ
থাইল্যান্ডের ‘বিউটি কুইন’ ওয়েলুরি দিতসাইয়াবুত (২২) দেশটির লাল শার্ট বিক্ষোভকারীদের নিয়ে ফেসবুকে মন্তব্য করে তীব্র জনরোষের মুখে পড়েন। পরিস্থিতি এমনই দাঁড়ায়, সাধারণ মানুষের সমালোচনার মুখে তিনি তার সুন্দরীর খেতাব ছাড়তে বাধ্য হন। কয়েক মাস আগে ফেসবুকে পোস্ট করা এক মন্তব্যে ওই তরুণী সিনাওয়াত্রা-সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীদের ব্যাপারে তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘এই বেয়াদব কর্মীদের ওপর আমি বেজায় ক্ষুব্ধ। ওদের নিপাত করতে হবে।
রাজতন্ত্রের পক্ষে সাফাই গেয়ে তিনি আরও লেখেন, ‘তোমরা যারা রাজতন্ত্র উচ্ছেদ করতে চাও, তোমাদের কারণেই থাইল্যান্ড দূষিত হচ্ছে। তোমরা পাজি। তোমরা শান্তিতে মরতে পারবে না।’ ওয়েলুরির এই মন্তব্য সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। অনেক সমালোচক বলেন, এই তরুণী বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় থাইল্যান্ডকে প্রতিনিধিত্ব করার যোগ্য নন। এভাবে কয়েক মাস ধরে চলা তীব্র সমালোচনার পর অবশেষে খেতাব ফিরিয়ে দেয়ার ঘোষণা দেন ওয়েলুরি। এএএপি।
রাজতন্ত্রের পক্ষে সাফাই গেয়ে তিনি আরও লেখেন, ‘তোমরা যারা রাজতন্ত্র উচ্ছেদ করতে চাও, তোমাদের কারণেই থাইল্যান্ড দূষিত হচ্ছে। তোমরা পাজি। তোমরা শান্তিতে মরতে পারবে না।’ ওয়েলুরির এই মন্তব্য সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। অনেক সমালোচক বলেন, এই তরুণী বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় থাইল্যান্ডকে প্রতিনিধিত্ব করার যোগ্য নন। এভাবে কয়েক মাস ধরে চলা তীব্র সমালোচনার পর অবশেষে খেতাব ফিরিয়ে দেয়ার ঘোষণা দেন ওয়েলুরি। এএএপি।
No comments