দুর্নীতির মামলায় আদালতে স্পেনের রাজকুমারী
কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগে স্পেনের রাজা হুয়ান কার্লোসের ছোট মেয়ে রাজকুমারী ক্রিস্টিনার বিরুদ্ধে একটি মামলা চলছে। সেই মামলায় তিনি গতকাল শনিবার আদালতে সাক্ষ্য দিয়েছেন।
১৯৭৫ সালে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর পতন এবং স্পেনের রাজতন্ত্র পুনরুদ্ধারের পর এই প্রথম রাজপরিবারের কাউকে কোনো অপরাধের ঘটনায় আদালতে হাজির হতে হলো। ক্রিস্টিনা ও তাঁর স্বামী ইনাকি উরদানগারিন যৌথভাবে একটি প্রতিষ্ঠানের মালিক। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ওই প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁরা জনগণের ৬০ লাখ ইউরো আত্মসাৎ করেছেন। রয়টার্স।
No comments