মানিকগঞ্জে গণমাধ্যমবিষয়ক আলোচনা সভা

মানিকগঞ্জ প্রতিনিধি:  বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বিশ্বকে অবহিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং জ্ঞান-ভিত্তিক সমাজ গঠনেও গণমাধ্যমের ভূমিকা উল্লেখযোগ্য। সে কারণে গণমাধ্যমকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে বাংলাদেশের প্রতি জেলায় তথ্য অফিসে জলবায়ু পরিবর্তনবিষয়ক তথ্য সেল গঠনের দাবি জানানো হয়। ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, তথ্য অধিকার নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সাংবাদিক নেটওয়ার্ক আয়োজিত মানিকগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলায় অনুষ্ঠিত সভায় দাবিগুলো উত্থাপন করা হয়। মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আফম নূরতাজ আলম বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের তথ্য কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব বিজন লাল দেব, জেলা প্রশাসক মুন্সী শাহাবুদ্দীন আহমেদ, বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সাংবাদিক নেটওয়ার্কের সভাপতি পারভেজ বাবুলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোলাম রব্বানী।

No comments

Powered by Blogger.