ওরা ভারত ভাগ করতে চায় : সোনিয়া
কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী বিজেপির ইশতেহারকে উদ্দেশ করে বলেছেন, বিরোধীদের সাম্প্রদায়িক এজেন্ডা ভারতের একতা ও অখণ্ডতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ওরা (বিরোধীরা) ভারতকে ভাগ করে ফেলতে চায়। সোমবার তিনি দলের এক নির্বাচনী প্রচারণায় ঠেক্কিনকাড়ু ময়দানে এসব কথা বলেন। সোনিয়া গান্ধী বলেন, আমরা একটি বৈচিত্র্যময় অখণ্ড ভারত চাই। কিন্তু বিরোধীরা ধর্ম আর বর্ণের ভিত্তিতে ভারতকে ভাগ করতে চায়। ইউপিএর আদর্শ মানুষকে সংঘবদ্ধ করা কিন্তু বিরোধীদের আদর্শ হল দেশকে ভাগ করার আদর্শ। আমরা যদি এমন ভারত চাই যার সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হবে সেখানে বিরোধীরা চাইবে যাতে এই প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়। তারা একনায়কতন্ত্র চায়। তারা চায় ঘৃণার ভিত্তিতে দেশকে ভাগ করে ফেলতে। তিনি এরপর বলেন,
কংগ্রেসই একমাত্র দল যারা ভারতের ঐক্য ও অখণ্ডতাকে নিশ্চিত করতে চায়। এ সময় তিনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে উদ্দেশ করে প্রশ্ন করেন, তারা কোন ধরনের পরিবর্তনের কথা বলছে? তাদের মিথ্যা আশ্বাস আর ভ্রান্ত নীতির জন্য কি দেশের জনগণ তাদের দীর্ঘদিনের স্বপ্ন আর মূল্যবোধকে ত্যাগ করবে? যারা রাজনৈতিক সুবিধার জন্য সবসময়ই মুখোশ পরিবর্তন করে তাদের ওপর কি জনগণ আস্থা রাখতে পারে? যারা ভদ্রতার অভিনয় করে তাদের কি জনগণ বিশ্বাস করতে পারে? এরপর কংগ্রেস প্রেসিডেন্ট সমর্থকদের বলেন, কেউ যাতে তাদের উদ্দেশ্য ও প্রাধ্যান্য নিয়ে মিথ্যাচার না করতে পারে সেই চেষ্টা করুন। বিরোধী দলের আসল উদ্দেশ্য তাদের প্রকাশিত ইশতেহারের মাধ্যমেই বেরিয়ে এসেছে। সোনিয়া গান্ধী এরপর বলেন, আমাদের বিরোধীরা ইউপিএকে দুর্নীতির জন্য অভিযুক্ত করছে। কিন্তু আমি বলতে চাই ইউপিএ সরকার প্রত্যেকটি দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।
No comments