ইন্দোনেশিয়ায় মূল্যস্ফীতি বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইন্দোনেশিয়ায় গত আগস্ট মাসে সামান্য মুদ্রাস্ফীতি বেড়েছে। পবিত্র রমজান মাস চলাকালে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় এটি ঘটেছে। সোমবার সে দেশের কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা জানায়, গত মাসে দ্রব্যমূল্য বেড়ে ৪.৫৮ শতাংশে দাঁড়িয়েছে। গত জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৪.৫৬ শতাংশ।


সংস্থার প্রধান সুরইয়ামিন বলেন, ‘খাদ্যপণ্য মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রধান চালক। পবিত্র রমজান মাসের কারণে খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় আগস্ট মাসে এ বৃদ্ধি ঘটে।’
মাসের ভিত্তিতে আগস্ট মাসে ০.৯৫ শতাংশ মূল্যস্ফীতি বৃদ্ধি পায়। জুলাই মাসে এটি ছিল ০.৭০ শতাংশ।

শাহজালাল ব্যাংকের অডিট কমিটির সভা অনুষ্ঠিত
অর্থনৈতিক রিপোর্টার ॥ শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড অডিট কমিটির ১২৯তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান আলহাজ সৈয়দ নুরুল আরেফিন। সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন খান, ভাইস চেয়ারম্যান আলহাজ খন্দকার সাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান সরকার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল জব্বার চৌধুরী ও শফিউল আজমসহ উর্ধতন কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.