প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহে বেসরকারি টিভি নিষিদ্ধ

বেসরকারি টেলিভিশনগুলোতে প্রধানমন্ত্রীর সংবাদ প্রাধান্য না দেওয়ায় এবং রাতে বিভিন্ন চ্যানেলের টক শোতে সরকারের কঠোর সমালোচনা করায় বেসরকারি টিভি চ্যানেলগুলোর ওপর প্রধানমন্ত্রী ক্ষুব্ধ।


এ কারণে প্রধানমন্ত্রীর কর্মসূচির সংবাদ সংগ্রহে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সূত্র জানায়, গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে ফোন করে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
গতকাল গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ২৬তম সমাবর্তন অনুষ্ঠানে কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলকে ঢুকতে দেওয়া হয়নি। এরপর টেলিভিশন চ্যানেলগুলোর রিপোর্টাররা প্রধানমন্ত্রীর প্রেসসচিবের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাঁদের বিটিভি থেকে ফুটেজ নিয়ে সংবাদ প্রচারের পরামর্শ দেন। এ ছাড়া গত সোমবার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকেও বেসরকারি টিভি চ্যানেল ও বিভিন্ন সংবাদপত্রকে ফোন করে শেখ হাসিনার কর্মসূচির সংবাদ সংগ্রহ না করতে বলা হয়।
উল্লেখ্য, গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকেও প্রধানমন্ত্রী বেসরকারি টিভি চ্যানেলগুলোর তীব্র সমালোচনা করেন।

No comments

Powered by Blogger.