মোবাইল ফোনে রিচার্জ কাল থেকে চার দিন বন্ধ- দাবি না মানলে

মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে তাদের দাবি না মানলে ঈদের আগেই সারা দেশে বিভিন্ন মোবাইল অপারেটরদের রিচার্জ বন্ধ করে দেবে। তাদের দেয়া ১১ দফা দাবি আদায়ের জন্য আরও কঠোর কর্মসূচী দিতে তারা বাধ্য হবে।


মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এমন ঘোষণা দিয়েছে। সংবাদ এ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু তাঁর বক্তব্যে বলেন, পবিত্র ঈদ-উল-আযহার আগে আগামী ১৮, ১৯, ২০, ২১ অক্টোবর তারা কোন মোবাইল রিচার্জ করবে না। এই সময়ের মধ্যে তারা কোন অপারেটরের রিচার্জই করবে না। সংবাদ সম্মেলনে এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচএম বদরুদ্দোজা, সহসভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য মোঃ শফিকুর রহমান, আমিনুল ইসলাম প্রিন্স, জালাল আহমেদ, মোতালেব মোল্লা, ইব্রাহিম খান, আক্তার হোসেন অনিক, নীলফামারী বাদশা আলমগীর, বরিশালের রেবেকা সুলতানা, চট্টগ্রামের মাহামুদুল হাসান ছোটন, ফরিদপুরে বাবলু, চাঁদপুরে সোলাইমান, পাবনার সুলতান মাহামুদ, রংপুরের সবুজ মিয়া, খুলনায় এসএম রাজ্জাক, বগুরার রুমন, রাজশাহীর ওয়াজেদ, দিনাজপুরের রফিকুল ইসলাম, ঠাকুরগাঁর হাবীব, শেরপুরের আসাদুজ্জামান লেবু বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, সারা দেশে রিচার্জ ব্যবসায়ীদের নিবন্ধনকৃত সদস্য সংখ্যা ৫ লাখ। অনিবন্ধিত সংখ্যা রয়েছে ২০ লাখের উপরে। বর্তমানে মোবাইল কোম্পানিগুলো এক হাজারে টাকা রিচার্জ করলে মাত্র ২৭ টাকা কমিশন দেয়। আমাদের দাবি এক হাজার টাকায় এক শ’ টাকা কমিশন দিতে হবে।
সংবাদ সম্মেলনে তিনি দাবিগুলো তুলে ধরেন, দাবিগুলো হচ্ছে-প্রতি হাজারে কমিশন ২৭ টাকার পরিবর্তে এক শ’ টাকা দিতে হবে, এসোসিয়েশনের মাধ্যমে নতুন সিম প্রদান করতে হবে। ব্যবসায়ীদের পিসিও সিমে ২৪ ঘণ্টা ২৫ পয়সা মিনিট কলরেট নির্ধারণ করতে হবে, ভুল নম্বরে রিচার্জকৃত টাকা চলে গেলে তা ফেরতের ব্যবস্থা করতে হবে, শুধু রিচার্জ ব্যবসার সঙ্গে জড়িতদের রিচার্জের সিম প্রদান করতে হবে। রিচার্জের সিমে জামানত বাধ্যতামূলক বন্ধ করতে হবে, নিবন্ধিত দোকান বা প্রতিষ্ঠান ব্যতীত কোন ভ্রাম্যমাণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রিচার্জের সিম প্রদান বন্ধ করতে হবে, সিমের কমিশন ব্যবসায়ীদের ক্রয়ের সঙ্গে সঙ্গে দিতে হবে, ধাপে ধাপে নয়, মোবাইল ফোন অপারেটর কর্তৃক মোবাইল ফোন সিম/রিচার্জ সম্পর্কে কোন পদক্ষেপ নিতে চাইলে অবশ্যই তা মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এ্যাসোসিয়েশনকে অবহিত করতে হবে, সরকারী নীতিমালা লঙ্ঘনের দায়ে পিপলসটেল, ন্যাশনাল ফোন ও ঢাকা ফোন বর্তমানে বন্ধ। কিন্তু এই তিন কোম্পানির কাছে ব্যবসায়ীদের লাখ লাখ টাকার কার্ড, রিচার্জের টাকা পাওনা রয়েছে তা ফেরত দিতে হবে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এ্যাসাসিয়েশনের প্রতিনিধিত্ব রাখতে হবে, ব্যবসার ধরন : মোবাইল ফোন রিচার্জ ব্যবসা (ট্রেড লাইসেন্স) সিটি করর্পোরেশনের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা পর্যায়ে ট্রেড লাইসেন্স ফি সর্বনিম্ন করতে হবে এবং সেই সঙ্গে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের আয়কর থেকে বিরত রাখতে হবে, মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক লোনের ব্যবস্থা করতে হবে।

No comments

Powered by Blogger.