ইয়াবা সুন্দরী সিলভিয়া জামিনে মুক্তি

দীর্ঘ ৪২ দিন কারাবাসের পর চিত্রনায়িকা ইয়াবা সুন্দরী সিলভিয়া জামিনে মুক্তি পেয়েছেন। না এটা কোন নাটক বা সিনেমার কথা নয়। বাস্তবে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। কক্সবাজারের ইয়াবা সেবনকালে আটক চিত্র নায়িকা সিলভিয়া আজমীর চাঁদনী জামিন মন্জুর করেছে আদালত।

৪২ দিন হাজত বাস করার পর আদালত তাকে জামিন প্রদান করেছেন।  তবে একই সাথে আটক অপর ৩ জনের জামিন না মঞ্জুর করেছে আদালত।

২০ ডিসেম্বর কক্সবাজারের আবাসিক হোটেল বে ভিউ থেকে র‌্যাব এর একটি দল ৩২ পিচ ইয়াবা সহ ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বগুড়া জেলা সদরের সূত্রাপুর এর জহুরুল ইসলাম এর কন্যা ঢাকার পল্টন এলাকার শান্তি নগরের বসবাসকারী চিত্র নায়িকা সিলভিয়া আজমী (২২) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ এলাকার নৈঈমুদ্দীন নয়ন মিয়ার পুত্র জিএম সরোয়ার (৫০), একই এলাকার মৃত ওয়াজেদ মিয়ার পুত্র দোলোয়ার হোসেন (৫০) ও যাত্রাবাড়ির মৃত কাজি আবদুর রহিম এর পুত্র কাজি জামাল (৪৮)।

এ ব্যাপারে র‌্যাবের দায়ের করা মামলায় ৪২ দিন পর বুধবার চিত্র নায়িকা সিলভিয়া আজমীর জামিন প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন মামলার আসামীর পক্ষের আইনজীবী এডভোকেট আহমদ হোসেন।

No comments

Powered by Blogger.