সিআইপি কার্ড পেলেন ১২ জন অনিবাসী বাংলাদেশি
জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১২ জন অনিবাসী বাংলাদেশি বা এনআরবিকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) কার্ড প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এসব প্রবাসীর হাতে কার্ড তুলে দেন।
গতকাল যাঁদের হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে তাঁরা হলেন আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রামের বাসিন্দা এম এন আলম, মোহাম্মদ আলী ও মীর সেলিম উদ্দিন; ব্রিটেন-প্রবাসী মৌলভীবাজারের মোহাম্মদ আবদুল রহিম ও এম জি মৌলা মিয়া; সিলেটের কায়ছর আহমেদ; ওমানে বসবাসরত ঢাকার মোহাম্মদ গোলাম কবির ভুঁইয়া ও মো. হেদায়েত উল্লাহ; জাপান-প্রবাসী ঢাকা মীরপুরের কাজী সারোয়ার হাবিব; যুক্তরাষ্ট্র-প্রবাসী ঢাকার নাজিম আবেদীন চৌধুরী; কাতারে বসবাসরত লিয়াকত আলী এবং সুইডেন-প্রবাসী ঢাকার কাজী শাহ আলম।
গতকাল বৃহস্পতিবার প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এসব প্রবাসীর হাতে কার্ড তুলে দেন।
গতকাল যাঁদের হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে তাঁরা হলেন আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রামের বাসিন্দা এম এন আলম, মোহাম্মদ আলী ও মীর সেলিম উদ্দিন; ব্রিটেন-প্রবাসী মৌলভীবাজারের মোহাম্মদ আবদুল রহিম ও এম জি মৌলা মিয়া; সিলেটের কায়ছর আহমেদ; ওমানে বসবাসরত ঢাকার মোহাম্মদ গোলাম কবির ভুঁইয়া ও মো. হেদায়েত উল্লাহ; জাপান-প্রবাসী ঢাকা মীরপুরের কাজী সারোয়ার হাবিব; যুক্তরাষ্ট্র-প্রবাসী ঢাকার নাজিম আবেদীন চৌধুরী; কাতারে বসবাসরত লিয়াকত আলী এবং সুইডেন-প্রবাসী ঢাকার কাজী শাহ আলম।
No comments