ওবামার দাদার ওপর নির্যাতন চালিয়েছিলেন ব্রিটিশ কর্মকর্তারা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দাদা হোসেন ওনিয়াঙ্গো ওবামা কেনিয়ায় ব্রিটিশ কর্মকর্তাদের হাতে নির্যাতিত হয়েছিলেন। তাঁকে নির্মমভাবে চাবুক মারা হয়েছিল।
পঞ্চাশের দশকের শুরুর দিকে সে দেশে ম ম বিদ্রোহের সময় ওনিয়াঙ্গো সে দেশের ঔপনিবেশিক ব্রিটিশ কর্মকর্তাদের হাতে অন্যদের সঙ্গে নির্যাতিত হন। লন্ডনে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে ৫০ বছর ধরে সংরক্ষিত নথিতে এ তথ্য পাওয়া যায়।
কেনিয়া স্বাধীনতা লাভের প্রাক্কালে এসব নথি দেশটি থেকে যুক্তরাজ্যে সরিয়ে নেওয়া হয়। গত জানুয়ারি মাসে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কেনিয়ার পাঁচ নাগরিক মামলা করার পর এসব নথি প্রকাশিত হয়।
ওবামার দাদা ওনিয়াঙ্গোকে বিদ্রোহের শুরুতে ১৯৪৯ সালে গ্রেপ্তার করা হয়। কড়া নিরাপত্তার ভেতর একটি কারাগারে দুই বছর থাকতে হয়েছিল তাঁকে।
একসময় একজন ব্রিটিশ কর্মকর্তার বাবুর্চি ছিলেন ওবামার দাদা। পরিবারের সদস্যদের দাবি, তাঁর ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়। তাঁর কাছ থেকে স্বীকারোক্তি আদায়ে সকাল-সন্ধ্যা তাঁকে চাবুক মারা হতো।
পঞ্চাশের দশকের শুরুর দিকে সে দেশে ম ম বিদ্রোহের সময় ওনিয়াঙ্গো সে দেশের ঔপনিবেশিক ব্রিটিশ কর্মকর্তাদের হাতে অন্যদের সঙ্গে নির্যাতিত হন। লন্ডনে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে ৫০ বছর ধরে সংরক্ষিত নথিতে এ তথ্য পাওয়া যায়।
কেনিয়া স্বাধীনতা লাভের প্রাক্কালে এসব নথি দেশটি থেকে যুক্তরাজ্যে সরিয়ে নেওয়া হয়। গত জানুয়ারি মাসে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কেনিয়ার পাঁচ নাগরিক মামলা করার পর এসব নথি প্রকাশিত হয়।
ওবামার দাদা ওনিয়াঙ্গোকে বিদ্রোহের শুরুতে ১৯৪৯ সালে গ্রেপ্তার করা হয়। কড়া নিরাপত্তার ভেতর একটি কারাগারে দুই বছর থাকতে হয়েছিল তাঁকে।
একসময় একজন ব্রিটিশ কর্মকর্তার বাবুর্চি ছিলেন ওবামার দাদা। পরিবারের সদস্যদের দাবি, তাঁর ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়। তাঁর কাছ থেকে স্বীকারোক্তি আদায়ে সকাল-সন্ধ্যা তাঁকে চাবুক মারা হতো।
No comments