শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ স্টুয়ার্ট ল
বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পরপরই শ্রীলঙ্কান ক্রিকেটে পরিবর্তনের হিড়িক পড়ে গেছে। অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাঙ্গাকারা ও জয়বর্ধনে। অরবিন্দ ডি সিলভার নেতৃত্বে পুরো নির্বাচক কমিটিও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে না পারার দায়ভার নিজেদের কাঁধে তুলে নিয়ে পদত্যাগ করেছেন। কোচ ট্রেভর বেইলিসও নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এমন একটি অস্থির পরিস্থিতিতে দলের হেড কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বেইলিসের ডেপুটি সাবেক অস্ট্রেলীয় ব্যাটসম্যান স্টুয়ার্ট লর হাতে।
স্টুয়ার্ট ল ২০০৯ সালের অক্টোবর থেকেই শ্রীলঙ্কার সহকারী কোচের দায়িত্ব পালন করে আসছেন। তিনি মূলত দলের ব্যাটিং নিয়ে কাজ করেন।
শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব নিশান্থা রানাতুঙ্গার বরাত দিয়ে একটি ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, আপাতত ল অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্টুয়ার্ট ল অস্ট্রেলিয়ার পক্ষে ৫৪টি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন। তাঁর ঝুলিতে ১৯৯৬ সালের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও রয়েছে।
স্টুয়ার্ট ল ২০০৯ সালের অক্টোবর থেকেই শ্রীলঙ্কার সহকারী কোচের দায়িত্ব পালন করে আসছেন। তিনি মূলত দলের ব্যাটিং নিয়ে কাজ করেন।
শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব নিশান্থা রানাতুঙ্গার বরাত দিয়ে একটি ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, আপাতত ল অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্টুয়ার্ট ল অস্ট্রেলিয়ার পক্ষে ৫৪টি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন। তাঁর ঝুলিতে ১৯৯৬ সালের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও রয়েছে।
No comments