জঙ্গিবাদ মোকাবিলায় পাকিস্তানের ‘সুস্পষ্ট পথ’ নেই
বিশ্বজুড়ে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র বলে পরিচিত পকিস্তান অভ্যন্তরীণ জঙ্গিবাদ মোকাবিলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশটির মোকাবিলার সুস্পষ্ট কোনো পথ নেই। হোয়াইট হাউসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জঙ্গিবাদ দমনে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য জীবন দিয়েছেন। গত তিন মাসে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতাও অনেক বাড়ানো হয়েছে। তা সত্ত্বেও জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে অগ্রগতি খুব কম হয়েছে।
প্রতিবেদনে গত জানুয়ারিতে মোমান্দ ও বাজাউর এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত অভিযান খুব একটা কাজে আসেনি বলে উল্লেখ করা হয়। প্রতিকূল আবহাওয়া, জঙ্গিদের প্রতিরোধ ও বাস্তুচ্যুত স্থানীয় জনগণের কারণে ওই অভিযান গতিহীন হয়ে পড়ে। গত দুই বছরের মধ্যে ওই অঞ্চলে এটি ছিল তৃতীয় অভিযান।
প্রতিবেদনে আরও বলা হয়, জঙ্গি দমনে পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে নির্দেশনার অভাবের কারণে অভিযান সফলভাবে শেষ হয়নি। এটা মার্কিন অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জঙ্গিবাদ দমনে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য জীবন দিয়েছেন। গত তিন মাসে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতাও অনেক বাড়ানো হয়েছে। তা সত্ত্বেও জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে অগ্রগতি খুব কম হয়েছে।
প্রতিবেদনে গত জানুয়ারিতে মোমান্দ ও বাজাউর এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত অভিযান খুব একটা কাজে আসেনি বলে উল্লেখ করা হয়। প্রতিকূল আবহাওয়া, জঙ্গিদের প্রতিরোধ ও বাস্তুচ্যুত স্থানীয় জনগণের কারণে ওই অভিযান গতিহীন হয়ে পড়ে। গত দুই বছরের মধ্যে ওই অঞ্চলে এটি ছিল তৃতীয় অভিযান।
প্রতিবেদনে আরও বলা হয়, জঙ্গি দমনে পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে নির্দেশনার অভাবের কারণে অভিযান সফলভাবে শেষ হয়নি। এটা মার্কিন অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।
No comments