অস্ট্রেলিয়ায় কঠোর ধূমপানরোধী আইন করার পরিকল্পনা
অস্ট্রেলিয়ার সরকার গতকাল বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে কঠোর ধূমপানবিরোধী আইন করার পরিকল্পনা প্রকাশ করেছে।
পরিকল্পনা অনুযায়ী সিগারেটের প্যাকেটের জন্য তামাকজাত পণ্য উৎপাদনকারী বড় কোম্পানিগুলোকে পরিবেশবান্ধব সাদা মোড়ক ব্যবহারে চাপ দেওয়া হবে।
এসব প্রতিষ্ঠান এ ব্যাপারে শিল্প আইনে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। এর পরও সরকার তার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে।
গতকাল অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী নিকোলা রক্সোন সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে আইনের খসড়াটি শিগগিরই পার্লামেন্টে পাঠানো হবে। আইনটি অনুমোদিত হলে তা প্রতিবছর হাজার হাজার ধূমপানজনিত মৃত্যু কমাতে সহায়তা করবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, প্রতি বছর ধূমপানজনিত অসুস্থতায় দেশটিতে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ধূমপানজনিত মৃত্যুর কারণে সরকারের বছরে তিন কোটি ২৯ লাখ মার্কিন ডলার ক্ষতি হয়।
রক্সোন বলেন, সিগারেটের প্যাকেটের ক্ষেত্রে এ ধরনের আইন বিশ্বে এটাই হবে প্রথম। এতে পরিষ্কার একটি বার্তা রয়েছে, সিগারেটের চটকদার মোড়কের দিন শেষ। সিগারেটের মোড়কে এখন থেকে থাকবে কেবল রোগ ও মৃত্যুর বার্তা, যার কারণ ধূমপান।
পরিকল্পনা অনুযায়ী সিগারেটের প্যাকেটের জন্য তামাকজাত পণ্য উৎপাদনকারী বড় কোম্পানিগুলোকে পরিবেশবান্ধব সাদা মোড়ক ব্যবহারে চাপ দেওয়া হবে।
এসব প্রতিষ্ঠান এ ব্যাপারে শিল্প আইনে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। এর পরও সরকার তার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে।
গতকাল অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী নিকোলা রক্সোন সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে আইনের খসড়াটি শিগগিরই পার্লামেন্টে পাঠানো হবে। আইনটি অনুমোদিত হলে তা প্রতিবছর হাজার হাজার ধূমপানজনিত মৃত্যু কমাতে সহায়তা করবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, প্রতি বছর ধূমপানজনিত অসুস্থতায় দেশটিতে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ধূমপানজনিত মৃত্যুর কারণে সরকারের বছরে তিন কোটি ২৯ লাখ মার্কিন ডলার ক্ষতি হয়।
রক্সোন বলেন, সিগারেটের প্যাকেটের ক্ষেত্রে এ ধরনের আইন বিশ্বে এটাই হবে প্রথম। এতে পরিষ্কার একটি বার্তা রয়েছে, সিগারেটের চটকদার মোড়কের দিন শেষ। সিগারেটের মোড়কে এখন থেকে থাকবে কেবল রোগ ও মৃত্যুর বার্তা, যার কারণ ধূমপান।
No comments