২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর কাশ্মিরে সন্ত্রাসী ঘটনা বেড়েছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে
বিজেপি সরকার ২০১৪ সালে প্রথম ভারতের ক্ষমতায় আসার পর থেকে জম্মু ও
কাশ্মিরে সন্ত্রাসী ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। ক্ষমতার প্রথম বছরে এ ধরনের
ঘটনা যেখানে ছিলো ২২২টি সেখানে ২০১৮ সালে তা দাঁড়ায় ৬১৪টিতে।
মঙ্গলবার ভারতের পার্লামেন্টে চলমান বাজেট অধিবেশনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডির দেয়া পরিসংখ্যানে দেখা যায়, ২০১৬ সাল থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনী জম্মু-কাশ্মিরে ৭৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। ২০১৯ সালেই হত্যা করা হয়েছে ১১৩ জনকে।
সরকারের দেয়া তথ্যে দেখা যায়, ২০১৮ সালে জম্মু-কাশ্মিরে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। এ বছর ২৫৭ সন্ত্রাসীকে হত্যা করা হয়। এছাড়া ২০১৭ সালে ২১৩ ও ২০১৬ সালে ১৫০ জনকে হত্যা করা হয়েছে।
রেড্ডি পার্লামেন্টে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার।
চলতি বছর ভারতীয় বাহিনী কাশ্মিরে বহু সংখ্যক সন্ত্রাসদমন অভিযান চালায় বলে রেড্ডি জানান। এর মধ্যে ১৮ জুন হত্যা করা হয় সাজ্জাদ ভাটকে। তাকে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার মূল হোতা বলে মনে করা হয়। ওই হামলায় ৪০ জনের বেশি ভারতীয় সেনা নিহত হয়।
গত বছর থেকে জম্মু-কাশ্মিরে প্রেসিডেন্টের শাসন চলেছে। বিজেপি সরকারের নিয়োগ করা গভর্নর এখন রাজ্যটি চালাচ্ছেন।
মঙ্গলবার ভারতের পার্লামেন্টে চলমান বাজেট অধিবেশনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডির দেয়া পরিসংখ্যানে দেখা যায়, ২০১৬ সাল থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনী জম্মু-কাশ্মিরে ৭৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। ২০১৯ সালেই হত্যা করা হয়েছে ১১৩ জনকে।
সরকারের দেয়া তথ্যে দেখা যায়, ২০১৮ সালে জম্মু-কাশ্মিরে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। এ বছর ২৫৭ সন্ত্রাসীকে হত্যা করা হয়। এছাড়া ২০১৭ সালে ২১৩ ও ২০১৬ সালে ১৫০ জনকে হত্যা করা হয়েছে।
রেড্ডি পার্লামেন্টে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার।
চলতি বছর ভারতীয় বাহিনী কাশ্মিরে বহু সংখ্যক সন্ত্রাসদমন অভিযান চালায় বলে রেড্ডি জানান। এর মধ্যে ১৮ জুন হত্যা করা হয় সাজ্জাদ ভাটকে। তাকে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার মূল হোতা বলে মনে করা হয়। ওই হামলায় ৪০ জনের বেশি ভারতীয় সেনা নিহত হয়।
গত বছর থেকে জম্মু-কাশ্মিরে প্রেসিডেন্টের শাসন চলেছে। বিজেপি সরকারের নিয়োগ করা গভর্নর এখন রাজ্যটি চালাচ্ছেন।
No comments