হাইওয়েতে মৌ-নোবেলের অভিসার!
গত রোজার ঈদের একটি নাটকে অভিনয় করেছিলেন মৌ-নোবেল। দর্শকপ্রিয় এ জুটিকে এরপর আর কোনো নাটকে আর দেখা যায়নি ইতিমধ্যে। তবে আবারও তারা দুজন একসঙ্গে নতুন একটি নাটকে অভিনয় করেছেন সম্প্রতি। নাটকটির নাম ‘হাইওয়ে’। রচনা ও পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনি। নাটকটিতে নোবেলকে ‘ধ্রুব’ ও মৌকে দেখা যাবে ‘মেঘলা’ চরিত্রে। ধ্রুব শিল্পপতি বাবার একমাত্র ছেলে। আর মেঘলা শিল্পপতি বাবার একমাত্র মেয়ে। দুজনের বাবা শিল্পপতি হওয়া সত্ত্বেও তারা বাসা থেকে পালিয়েছে। তবে কেউ কারও জন্য নয়। ঘটনাচক্রে দুজনের সঙ্গে দেখা হয়ে যায়। তারপর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। নাটকটি নিয়ে নোবেল বলেন,
কাজের ব্যস্ততার কারণে নিয়মিত অভিনয় করার সুযোগ হয়ে ওঠে না। তবে গল্প ভালো হলে হাত ছাড়া করি না। তবে এক কথায় বলব অসম্ভব ভালো একটি কাজ করেছি। অন্যদিকে মৌ বলেন, ‘অনেক দিন পর সম্পূর্ণ ভিন্ন একটি গল্পে কাজ করলাম। আমি ব্যক্তিগতভাবে ‘দ্য হাইওয়ে’ নাটকটিতে অভিনয় করে বেশ তৃপ্তি পেয়েছি। অনেক পরিশ্রম করে এবং রোদেপুড়ে সারা দিন আমরা শুটিং করেছি। আশা করছি আমার পরিশ্রম সার্থক হবে। নাটকটি সম্পর্কে নির্মাতা মো. মেহেদী হাসান জনি বলেন, নোবেল ও মৌ আমার অনেক প্রিয় একটি জুটি। অনেক স্বপ্ন ছিল প্রিয় জুটিকে নিয়ে কাজ করার। অবশেষে আমার স্বপ্নপূরণ হল। সম্প্রতি ঢাকার বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই যে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
No comments