ক্ষমতায়ন: স্যালি ফিটজগিবনস সার্ফিংয়ে সেরা
সমুদ্রের ঢেউয়ের তালে এগিয়ে যাওয়ার খেলা।
নাম সার্ফিং। এই খেলায় সেরাদের তালিকায় আছেন স্যালি ফিটজিগবনস। ১৯৯০ সালে
অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া স্যালি তরুণ বয়সেই বিশ্বসেরা সার্ফারদের তালিকায়
জায়গা করে নিয়েছেন।
ইতিমধ্যে জিতেছেন অ্যাসোসিয়েশন অব
সার্ফিং প্রফেশনাল (এএসপি) ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ, আইএসএ ওয়ার্ল্ড
চ্যাম্পিয়নশিপ, প্রথম হয়েছেন রিপকার্ল প্রো বেলস বিচ এবং সুবারু প্রো
টিএসবি ব্যাংক ওমেনস সার্ফ উৎসবে। এ ছাড়া নিজের স্বীকৃতির ঝুলিতে আছে নাইকি
ইউএস ওপেন অব সার্ফ, গিডজেট প্রো সানসেট বিচসহ এএসপি ওয়ার্ল্ড ট্যুর
পুরস্কার।
মাত্র ১৬ বছর বয়সে মেয়েদের একটি উন্মুক্ত প্রতিযোগিতায় সেরা হয়ে নজর কাড়েন। ছোটবেলা থেকেই সমুদ্রের সঙ্গে সখ্য স্যালির। ওয়ার্ল্ড ট্যুরের র্যাঙ্কিং অনুযায়ী, ২০০৯ সাল থেকেই প্রতিবছর একাধিক স্বীকৃতি পেয়েছেন।
সার্ফার হওয়ার আগে থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত স্যালি মিডল ডিস্টেন্স রানার প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হন। এ ছাড়া টাচ ফুটবল, সকারসহ অন্য বেশ কয়েকটি খেলাতেও নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি। বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থের মাধ্যমে ইতিমধ্যে স্যালি নিজের আয়ের পরিমাণও বাড়িয়ে নিয়েছেন। এখন পর্যন্ত সার্ফিং থেকে তাঁর আয়ের পরিমাণ চার লাখ ডলারের বেশি। শুধু চলতি বছরেই আয় দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫০০ ডলার। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বের বিভিন্ন দেশে সার্ফিং প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিচ্ছেন। বয়স কিংবা ক্যারিয়ার দুই জায়গাতেই শীর্ষে থাকা স্যালি আরও সেরা কিছু দিয়ে যেতে চান।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: এএসপি ওয়ার্ল্ড ট্যুর, উইকিপিডিয়া, স্যালি ফিটজিগবনস ডট কম
মাত্র ১৬ বছর বয়সে মেয়েদের একটি উন্মুক্ত প্রতিযোগিতায় সেরা হয়ে নজর কাড়েন। ছোটবেলা থেকেই সমুদ্রের সঙ্গে সখ্য স্যালির। ওয়ার্ল্ড ট্যুরের র্যাঙ্কিং অনুযায়ী, ২০০৯ সাল থেকেই প্রতিবছর একাধিক স্বীকৃতি পেয়েছেন।
সার্ফার হওয়ার আগে থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত স্যালি মিডল ডিস্টেন্স রানার প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হন। এ ছাড়া টাচ ফুটবল, সকারসহ অন্য বেশ কয়েকটি খেলাতেও নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি। বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থের মাধ্যমে ইতিমধ্যে স্যালি নিজের আয়ের পরিমাণও বাড়িয়ে নিয়েছেন। এখন পর্যন্ত সার্ফিং থেকে তাঁর আয়ের পরিমাণ চার লাখ ডলারের বেশি। শুধু চলতি বছরেই আয় দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫০০ ডলার। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বের বিভিন্ন দেশে সার্ফিং প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিচ্ছেন। বয়স কিংবা ক্যারিয়ার দুই জায়গাতেই শীর্ষে থাকা স্যালি আরও সেরা কিছু দিয়ে যেতে চান।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: এএসপি ওয়ার্ল্ড ট্যুর, উইকিপিডিয়া, স্যালি ফিটজিগবনস ডট কম
No comments