দৈনন্দিন বিজ্ঞান-পৃথিবী বদলায় সূর্যের কারণে
সূর্য থেকে শক্তি পৃথিবীতে আসে, তা খুবই
দরকারি। এই সূর্যই নিয়মিত পৃথিবীর পৃষ্ঠ, নদী এবং এর বায়ুমণ্ডলকে তার রশ্মি
দিয়ে উত্তপ্ত করে চলেছে। আর বায়ুমণ্ডলের শক্তির কারণেই পৃথিবীপৃষ্ঠের
আবহাওয়ার পরিবর্তন হচ্ছে।
একই সঙ্গে আমাদের জলবায়ু এবং
আবহাওয়া সূর্যরশ্মির ওপর নির্ভরশীল। পরিবর্তনের কতটুকু হবে তা নির্ভর করে
কতটুকু তাপ পুনরায় পৃথিবীপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল বা মহাকাশে ফিরে যায়। অনেক
বিজ্ঞানী মনে করেন, আমাদের আবহাওয়া ও জলবায়ু সৌরচক্রের সঙ্গে সরাসরি
সম্পর্কিত হতে পারে। তার পরও বিজ্ঞনীরা প্রতিনিয়ত খোঁজার চেষ্টা করে চলেছেন
যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সৌরচক্রের আসল সম্পর্ক কিভাবে সম্পর্কিত। তবে
অনেক বিজ্ঞানী আবার এটাও মনে করছেন, কোনো একটি মিল একবার খুঁজে পেলেও সেটা
আবার পরবর্তী সময়ে ঠিক নাও থাকতে পারে। কারণ সৌরচক্রের ধাঁচটাও নিয়মিত
পরিবর্তনশীল। সানস্পটের পরিবর্তনের মাধ্যমেও বিষয়টা অনুধাবন করা সম্ভব,
কিন্তু সেটা খুবই অল্পবিস্তর। আর এই অল্পবিস্তর মিল দিয়ে বিগত ২০০০ হাজার
বছরের আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনকে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না। তবে
সবচেয়ে বড় যে মিলটি পাওয়া গেছে তা হলো গ্রিনহাউজ প্রভাব।
No comments