পাঁচ নয় বৃটেনে স্থায়ী হতে লাগবে দশ বছর by আরিফ মাহফুজ

বৃটেনে স্থায়ী হওয়ার ক্ষেত্রে কঠোর নীতি প্রণয়নের ঘোষণা দিলেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। অভিবাসীদের যুক্তরাজ্যে বসবাসের অধিকার অর্জন করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার লেবার পার্টির সম্মেলনে বক্তব্যকালে নতুন একটি কঠোর অভিবাসন নীতি নির্ধারণের ঘোষণা দেন।

শাবানা বলেন, আইএলআর বা ‘অনির্দিষ্টকালের জন্য থাকার অনুমতি’ পেতে হলে এখন থেকে ৫ বছরের পরিবর্তে ১০ বছর বৈধভাবে থাকতে হবে (নির্দিষ্ট ক্যাটাগরীগুলোতে) যা আগের সময়কালের দ্বিগুণ। সাথে উচ্চমানের ইংরেজি শেখা এবং অপরাধমূলক রেকর্ড পরীক্ষা করা হবে অর্থাৎ বৃটেনে কোনো অপরাধ করা ব্যক্তি স্থায়ী হতে পারবে না। এরকম নতুন শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

মতামত জরিপে নেতৃত্বদানকারী রিফর্ম ইউকে- যারা এই মর্যাদা সম্পূর্ণরূপে বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছে, অর্থাৎ যারা নতুন ভিসার জন্য যোগ্যতা অর্জন করে না তাদের নির্বাসিত করা যেতে পারে। নতুন ইমিগ্রেশন নীতির কঠোরতাকে বৈধ অভিবাসীদের বলির পাঠা বানানো হচ্ছে বলে অনেকেই মনে করছেন।

mzamin

No comments

Powered by Blogger.