বিকাশ কীর্ত্তনিয়া সোহেল রানা- শিৰা সংবাদ এসিসিএ'র কার্যক্রম শুরম্ন
সমপ্রতি বাংলাদেশে বিশ্বের বৃহত্তম এ্যাকাউন্ট্যান্সি বডি দ্য এ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড এ্যাকাউন্ট্যান্টসের (এসিসিএ) যাত্রা শুরম্ন হলো। ২৭ জানুয়ারি গুলশানস্থ দ্য ওয়েস্টিন ঢাকায় এসিসিএ বাংলাদেশের নতুন অফিসের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারম্নক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, ব্রিটিশ হাইকমিশনার মি. স্টিফেন ইভান্স এবং ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর মি. চার্লস নাটাল। আরও উপস্থিত ছিলেন মিস লরি গিলো, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ মার্কেটস, এসিসিএ, ইউকে।স্বাগত বক্তব্যে এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশীদ বলেন, বাংলাদেশের প্রায় পাঁচ হাজার শিার্থী এসিসিএ পড়ছে। তারা ব্রিটিশ কাউন্সিলের অধীনে পরীায় অংশ নিচ্ছে। এসব শিার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতেই এসিসিএ বাংলাদেশে অফিস চালু করল। মিস লরি গিলো, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ মার্কেটস, এসিসিএ, ইউকে তার বক্তব্যে বলেন, আনত্মর্জাতিক বাণিজ্যে সহায়তা করতে এবং কর্মেেত্র পেশাদার এ্যাকাউন্ট্যান্ট তৈরিতে এসিসিএ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের কাছেও এসিসিএ প্রতিশ্রম্নতিবদ্ধ। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারম্নক খান বলেন, দেশে পেশাদার দ এ্যাকাউন্ট্যান্টদের শূন্যতা রয়েছে। এ্যাকাউন্ট্যান্সি বডি এসিসিএ সে শূন্যতা পূরণে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
৮৮ নাইম খান
No comments