জন্মজয়ন্তি- প্রকাশক : মোজাম্মেল হক নিয়োগী- প্রচ্ছদ : হাশেম খান- মূল্য : ৬৫০ টাকা
কথাশিল্পী, কবি, গবেষক এবং সাংস্কৃতিক সংগঠক ড. আবুল আজাদের পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হলো আবুল আজাদ স্মারকগ্রন্থ। অর্ধশতাব্দীকালের পথপরিক্রমায় বাংলার এক সাহসী সন্তান আবুল আজাদ।
ঝঞ্ঝাবিক্ষুব্ধ বন্ধুর পথ অতিক্রমের মধ্য দিয়ে নিজেকে সাহিত্য মঞ্চে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন এই সর্বহারী কৃত্যজন। লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়ার সঙ্গে সঙ্গে সামরিক স্বৈরাচার, মৌলবাদ, কুসংস্কার এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দীর্ঘ তিন দশকেরও অধিককাল যাবৎ নানা অন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন এই মহান কৃত্যজন। কাজী নজরুল ইসলাম, শওকত ওসমান, মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য ও বধ্যভূমি নিয়ে নিরবচ্ছিন্ন গবেষণায় ব্যাপৃত ড. আবুল আজাদ। ইতোমধ্যে তিনি বারোটি গবেষণাগ্রন্থ প্রকাশ করেছেন। যেগুলোর বিষয়বস্তু নজরুল, শওকত ওসমান এবং মুক্তিযুদ্ধ নিয়ে। পাঁচটি কাব্যগ্রন্থ, একটি নির্বাচিত প্রবন্ধগ্রন্থ, একটি অনুউপন্যাস, একটি অনুবাদ উপন্যাস, একটি গল্পগ্রন্থ রচনার সঙ্গে সঙ্গে সম্পদনা করেছেন অনেক গ্রন্থ। ড. আবুল আজাদ লেখালেখির মাধ্যমে যেমন সত্যকে ফুটিয়ে তুলেছেন নিপুণভাবে ঠিক তেমনি কর্মের মাধ্যমে ব্যাপৃত হয়েছেন সত্য প্রতিষ্ঠার সংগ্রামে। এই অসাধারণ ব্যক্তির কর্মময় জীবনকে ফুটিয়ে তোলার জন্যই জন্মজয়ন্তী উদযাপন কমিটি প্রকাশ করে এই স্মারকগ্রন্থটি। দেশবরণ্যে লেখক, কবি, গবেষক, শিক্ষাবিদ, সংগঠক এবং অবুল আজাদের সুহৃদ, স্বজন ও পাঠকবৃন্দের একগুচ্ছ অনবদ্য রচনা সংকলিত হয়েছে এই স্মারকগ্রন্থে। এছাড়াও আবুল আজাদকে নিবেদিত কবিতা, আবুল আজাদের নির্বাচিত কবিতা, জন্মজয়ন্তীর অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের বর্ণনা, প্রকাশনা এবং জীবন কর্মের বেশ কিছু আলোকচিত্র, সংবাদপত্রের লেখনীতে আবুল আজাদ, আবুল আজাদের উল্লেখযোগ্য গ্রন্থাবলীর ভূমিকা সম্পাদকীয় প্রাককথন, আবুল আজাদের গ্রন্থ প্রসঙ্গে সংবাদপত্র ও সাময়িকী, মুক্তিযুদ্ধ-যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদ প্রসঙ্গে আবুল আজাদ, আবুল আজাদের উল্লেখযোগ্য গবেষণা, শওকত ওসমানকে নিয়ে সংবাদপত্রে আবুল আজাদ এবং সংবাদপত্রে আবুল আজাদের নানা প্রসঙ্গ সংকলিত হয়েছে স্মারকগ্রন্থটিতে। বিশাল ভলিউমের এই বইটির প্রচ্ছদ এঁকেছেন নন্দিত চিত্রশিল্পী হাশেম খান। বইটি প্রকাশ করেছে সাকী পাবলিশিং ক্লাব। বইটি একদিকে যেমন ড. আবুল আজাদের সাহিত্য ও কর্মময় জীবন সম্পর্কে ধারণা দেয় তেমনি সমকালের সমাজ, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, সাহিত্যের প্রকৃত চিত্র তুলে ধরে। বইটিকে বাংলাসাহিত্যের এক উল্লেখযোগ্য সংযোজন হিসেবে অ্যাখ্যা দেয়া অত্যুক্তি হবে না।মোঃ আরিফুর রহমান
No comments