চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ-রাজশাহী পলিটেকনিকে ছাত্রলীগের ভাঙচুর
টাকা ছাড়া ফরম পূরণ করতে না পেরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ভাঙচুর চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সাত দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর:
রাজশাহী: প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ইনস্টিটিউটের অনিয়মিত ছাত্র ও ছাত্রলীগের কর্মী সাকিল এবং তাঁর কয়েকজন সঙ্গী এসে টাকা ছাড়া তাঁদের ফরম পূরণের জন্য বিভাগের ইনচার্জ শিক্ষক আবদুর রাজ্জাককে তাগিদ দেন। শিক্ষক তাঁদের কথা না রাখায় সাকিল ও তাঁর সঙ্গীরা বিভাগে ভাঙচুর শুরু করেন। তাঁরা রেজিস্ট্রারের দরজা, নোটিশ বোর্ড, সিভিল শপের চেয়ার-টেবিল ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করেন।
শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, সাকিলের নেতৃত্বে কয়েকজন ছাত্র এসে টাকা ছাড়াই ফরম পূরণ করার দাবি জানান। এতে তিনি রাজি না হলে তাঁরা ভাঙচুর শুরু করেন।
এ ব্যাপারে সাকিল বলেন, ‘আমরা টাকা ছাড়া ফরম পূরণ করতে চাইনি। ৫০০ টাকা করে ছাড় চেয়েছিলাম।’
চাঁপাইনবাবগঞ্জ: সকাল সাড়ে ১০টার দিকে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের বারঘরিয়া এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর সেতু চত্বরে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই দিকে প্রায় তিন কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে দেড় ঘণ্টা পরে অবরোধ প্রত্যাহার করান।
এ সময় শিক্ষার্থীরা শিক্ষক-সংকট দূর, ২০০৫ সালের প্রবিধান পুনর্বহাল, ল্যাব ক্লাস সঠিকভাবে পরিচালনা, সার্টিফিকেটের মানোন্নয়ন, ছাত্রাবাস ও ক্যানটিন নির্মাণ, লাইব্রেরি চালুর দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।
শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, সাকিলের নেতৃত্বে কয়েকজন ছাত্র এসে টাকা ছাড়াই ফরম পূরণ করার দাবি জানান। এতে তিনি রাজি না হলে তাঁরা ভাঙচুর শুরু করেন।
এ ব্যাপারে সাকিল বলেন, ‘আমরা টাকা ছাড়া ফরম পূরণ করতে চাইনি। ৫০০ টাকা করে ছাড় চেয়েছিলাম।’
চাঁপাইনবাবগঞ্জ: সকাল সাড়ে ১০টার দিকে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের বারঘরিয়া এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর সেতু চত্বরে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই দিকে প্রায় তিন কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে দেড় ঘণ্টা পরে অবরোধ প্রত্যাহার করান।
এ সময় শিক্ষার্থীরা শিক্ষক-সংকট দূর, ২০০৫ সালের প্রবিধান পুনর্বহাল, ল্যাব ক্লাস সঠিকভাবে পরিচালনা, সার্টিফিকেটের মানোন্নয়ন, ছাত্রাবাস ও ক্যানটিন নির্মাণ, লাইব্রেরি চালুর দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।
No comments