বোমারু সন্দেহে ছেলেকে পুলিশে দিলেন বাবা
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরের এক ব্যক্তি তাঁর কিশোর ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাঁর সন্দেহ, তাঁর ১৬ বছর বয়সী ছেলেকে আত্মঘাতী হামলাকারী হিসেবে গড়ে তোলা হচ্ছিল। পুলিশের মুখপাত্র সৈয়দ সরোয়ার হোসেইনি গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে ছেলেটির বাবার নাম প্রকাশ করা হয়নি।
ছেলেটির বাবা বিবিসিকে জানান, কিছুদিন ধরে তিনি তাঁর ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। বিশেষ করে গত শনিবার বাজারের ভিড়ের মধ্যে আত্মঘাতী হামলায় ১০ পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় তিনি বিচলিত হয়ে পড়েন। ওই সময় তিনি একটি দোকানে ছিলেন। হামলার ঘটনা শুনে প্রথমেই তাঁর মনে আসে ছেলের কথা। তিনি ধরে নেন তার ছেলেও হয়তো হামলাকারীদের দলে আছে। এরপর তিনি বাড়িতে ছুটে যান। ছেলে তখন বাড়িতে ছিল না। পরে ওই শহরের একটি বাড়িতে ছেলেকে খুঁজে পান। কিন্তু ছেলেকে বাড়ি নিয়ে যেতে চাইলে সেখানে থাকা আরেক লোক বাধা দেয় তাঁকে। এরপর তিনি (বাবা) পুলিশে খবর দেন। পুলিশ পেঁৗছালে তিনি ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। বাড়িতে থাকা ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ধারণা, যে বাড়ি থেকে ওই দুজনকে আটক করা হয়, সেটি আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রস্তুত করতেই ভাড়া নেওয়া হয়েছিল। সূত্র : বিবিসি।
ছেলেটির বাবা বিবিসিকে জানান, কিছুদিন ধরে তিনি তাঁর ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। বিশেষ করে গত শনিবার বাজারের ভিড়ের মধ্যে আত্মঘাতী হামলায় ১০ পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় তিনি বিচলিত হয়ে পড়েন। ওই সময় তিনি একটি দোকানে ছিলেন। হামলার ঘটনা শুনে প্রথমেই তাঁর মনে আসে ছেলের কথা। তিনি ধরে নেন তার ছেলেও হয়তো হামলাকারীদের দলে আছে। এরপর তিনি বাড়িতে ছুটে যান। ছেলে তখন বাড়িতে ছিল না। পরে ওই শহরের একটি বাড়িতে ছেলেকে খুঁজে পান। কিন্তু ছেলেকে বাড়ি নিয়ে যেতে চাইলে সেখানে থাকা আরেক লোক বাধা দেয় তাঁকে। এরপর তিনি (বাবা) পুলিশে খবর দেন। পুলিশ পেঁৗছালে তিনি ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। বাড়িতে থাকা ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ধারণা, যে বাড়ি থেকে ওই দুজনকে আটক করা হয়, সেটি আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রস্তুত করতেই ভাড়া নেওয়া হয়েছিল। সূত্র : বিবিসি।
No comments