রসকারণ-কুকুরের লেজ সোজা হয় না কেন? by আব্দুল কাইয়ুম

রূপকথার সেই দৈত্য দিনরাত চেষ্টা করেও যে কুকুরের লেজ সোজা করতে পারেনি, তার কারণ হলো: ওদের লেজ পর পর গাঁথা কশেরুকায় এমনভাবে তৈরি যে তা স্বাভাবিক অবস্থায় সব সময় কিছুটা বাঁকানো থাকে। লেজের গাঁথুনি নমনীয়। তাই কুকুর তার পেশি সঞ্চালনের মাধ্যমে লেজ নাড়াতে বা ওপরে ওঠাতে বা নিচে নামাতে পারে।


আমরা হাত দিয়ে তার লেজ সোজা করতে পারি, কিন্তু ছেড়ে দিলেই সেটি তার স্বাভাবিক বাঁকানো অবস্থায় ফিরে যায়। এই প্রক্রিয়াটি দেশি নেড়ি কুকুরের বেলায় বেশ খাটে। কুকুর ভয় পেলে তার লেজ ভূমির সমান্তরাল সোজা বা এমনকি নিচে নামিয়ে ফেলে। আবার বাসার পরিচিত লোকজন বা মালিককে দেখে লেজ নাড়িয়ে আনন্দ প্রকাশ করে। কিন্তু এসবই কুকুরের স্বেচ্ছাপ্রণোদিত অঙ্গসঞ্চালন। জোর করে লেজ সোজা করতে গেলেই বোঝা যায় কাজটি কত কঠিন। অবশ্য বিদেশি জাতের কিছু কুকুরের লেজ ঘন পুরু পশমে ঢাকা ও স্বাভাবিক অবস্থায় মোটামুটি সোজা থাকে। সেটা আলাদা ব্যাপার।

No comments

Powered by Blogger.