রসকারণ-বাদুড় কেন উল্টা হয়ে ঝুলে থাকে by আব্দুল কাইয়ুম
বাদুড় সব ব্যাপারেই একটু ব্যতিক্রমী। এরা একমাত্র স্তন্যপায়ী প্রাণী, যারা উড়তে পারে। রাতে এরা খাবারের সন্ধানে উড়ে বেড়ায়, আর দিনের বেলায় গাছের ডালে উল্টা হয়ে ঘুমায়। বিচিত্র ব্যাপার। মানুষ যদি গাছের ডালে ঝুলতে চায়, তাহলে বেশ কষ্টে মুঠো করে ডাল ধরতে হয়। এ জন্য শুধু কবজির পেশিগুলোই নয়, কাঁধ ও বাহুর সমস্ত পেশি ফুলে ওঠে।
বেশ শক্তি ব্যয় করতে হয়। তাই মানুষের পক্ষে ঝুলন্ত অবস্থায় ঘুমানো সম্ভব নয়। কিন্তু বাদুড়ের বেলায় ঠিক উল্টো ব্যাপার ঘটে। ঘুমানোর মতো জুতসই গাছের ডাল পেলেই থাবা প্রসারিত করে, আর নখগুলো দিয়ে ডাল আঁকড়ে ধরে ঝুলে পড়ে। এ সময় এরা পায়ের পেশি সংকুচিত না করে বরং শিথিল করে দেয়। শরীরের ওপরের অংশের ওজন তার নখগুলোকে দৃঢ়ভাবে আটকে রাখতে সাহায্য করে। তখন ঝুলে থাকার জন্য তার আর বাড়তি শক্তি ব্যয় করতে হয় না। আঁকড়ে ধরা নখ সহজে খোলে না। উল্টা হয়ে ঝুলে শরীরের ভার ছেড়ে দিতে পারে বলেই বাদুড় ওই ভঙ্গিতে ঘুমায়।
No comments