ভূমিকম্প প্রতিরোধে আপনার করণীয় by রাকিব কিশোর

বর্তমানে ভূমিকম্পের ভয়ে ভীত সবাই। ভূমিকম্প হলেই জনগণের মধ্যে আতঙ্ক বেড়ে যায়। ভয়ের আতিশয্যে অনেকেই উদ্ভ্রান্তের মতো কাজ করে বসে, যার জন্য অনেক সময়ই বড় মাশুল দিতে হয়। কিন্তু একটু সাবধান থেকে যদি সঠিক সময়েই ভূমিকম্প প্রতিরোধ করা যেত, তাহলে এই আতঙ্ক যেমন কাজ করত না, তেমনি বিশ্বজুড়ে এমন বিশাল ক্ষতিও হতো না।


ভূমিকম্প প্রতিরোধ করার সে রকমই কিছু উপায় নিয়ে এখানে আলোচনা করা হলো—
 মাইরকে ভূতেও ভয় পায়। কাজেই ভূমিকম্পের সময় শক্ত একটা লাঠি নিয়ে মাটির ওপরে ঘোরাফেরা করুন। যে জায়গাটা কেঁপে উঠবে, সেখানেই কষে বাড়ি মারবেন। দু-চারটা বাড়ি খেলেই ভয়ের চোটে মাটির কাঁপাকাঁপি থেমে যাবে।
 আপনার বাড়ি বা জমিটা ঠান্ডার মধ্যে রেখে দিন, দরকার পড়লে বরফের পর বরফ ঢালুন, যেন ঠান্ডায় জমে বরফ হয়ে যায়। ভালোমতো জমাট বাঁধলে আর নড়াচড়া করবে না।
 ঘুম এসে যায় এমন কোনো সংগীত মাটির আশপাশে বাজাতে থাকুন। এতে করে মাটি জেগে উঠলেও গান শুনে আবার ঘুমিয়ে পড়বে।
 সাধারণত জ্বর হলেই কাঁপাকাঁপি বেড়ে যায়; যেহেতু মাটির কোনো মাথা নেই, সেহেতু পুরো জায়গাতেই পানি ঢালতে থাকুন। একসময় না একসময় কাঁপুনি থেমে যাবে।
 নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিন। ভূমিকম্প এসে দেখবে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভাঙার মতো কিছুই নেই। সেদিকে তাকিয়ে ভূমিকম্প বেকুবের মতো কিছুক্ষণ চেয়ে থাকবে, তারপর চলে যাবে।

No comments

Powered by Blogger.