শেকড়ের ডাক-সাংবাদিক দম্পতি হত্যা নিয়ে এ ধূম্রজাল কেন? by ফরহাদ মাহমুদ

১১ ফেব্রুয়ারি সাংবাদিক সাগর-রুনি দম্পতিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুধু সাংবাদিক সম্প্রদায় নয়, সারা দেশের বিবেকবান প্রতিটি মানুষ খবরটি জেনে স্তম্ভিত ও নির্বাক হয়ে গিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে থেকেই খুনিদের ধরার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু প্রায় অর্ধ মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনো খুনিদের ধরতে পারেনি।


অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের পরম্পরীণ বক্তব্য শুনে সবাই বিস্মিত হচ্ছে। খুনিরা আদৌ ধরা পড়বে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে। কেননা গত ১৬ বছরে ১৭ জন সাংবাদিক খুন হয়েছেন। প্রতিটি খুনের পরই দায়িত্বশীল ব্যক্তিরা এ ধরনের অনেক আশ্বাস আমাদের দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, পুলিশ কোনো খুনেরই রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এ পর্যন্ত শাস্তি পায়নি কোনো খুনি। কেবল বিচারের আশায় নিহত সাংবাদিকদের স্বজনরা দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। আমরা চাই না, সাগর-রুনির খুনিরাও একইভাবে পার পেয়ে যাক।
সাগর ছিল আমার ছোট ভাইয়ের মতো। দেড় দশকেরও বেশি সময় ধরে আমরা খুবই কাছাকাছি ছিলাম। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সাগর তার চাকরিজীবন শুরু করেছিল দৈনিক সংবাদে। তারুণ্যকে আকর্ষণ করার লক্ষ্য নিয়ে সংবাদ 'জলসা' নামে মূল পাতার চার পৃষ্ঠাজুড়ে একটি ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নিয়েছিল। সাগর সরওয়ার, কমলেশ রায়, দিদার চৌধুরী ও মাহবুব মতিন (কয়েক বছর আগে ইন্তেকাল করেছে) নামের চার তরুণ সেখানেই যোগদান করেছিল। পরবর্তী সময়ে তাদের সঙ্গে আরো কয়েকজন যোগদান করেছিল। বছরখানেক পর সেখানেই প্রদায়ক হিসেবে লেখালেখি শুরু করেছিল মেহেরুন রুনি। আমি তখন সংবাদের এক দশক পার করা কর্মীদের একজন এবং 'বিজ্ঞান ও প্রযুক্তি' পাতাটি দেখতাম। বছর পাঁচেকের বেশি সাগর ও আমি সংবাদে একসঙ্গে কাজ করেছি। তারপর সাগর চলে যায় ইত্তেফাকে এবং সেখান থেকে যায় জার্মান বেতারকেন্দ্র ডয়েশে ভেলেতে। জার্মানিতে বেশ কয়েক বছর ছিল সাগর। দেশে ফিরে যোগ দিয়েছিল মাছরাঙা টেলিভিশন চ্যানেলে বার্তা সম্পাদক হিসেবে। ও যেখানেই থাক আমার সঙ্গে তার যোগাযোগ ছিল নিয়মিত। জার্মানিতে থাকাকালেও প্রায় প্রতিমাসেই ওর ফোন পেতাম। কখনো সাক্ষাৎকারের জন্য, কখনো প্রকৃতি নিয়ে কাজ করেন এমন কোনো বিশিষ্ট ব্যক্তির ফোন নম্বরের জন্য, কখনো নিছক আলাপের জন্য। সাংবাদিকতায় নানা বিষয়ে কাজ করলেও সাগর মনেপ্রাণে ছিল একজন প্রকৃতিপ্রেমী। আর সেখানেই নিহিত ছিল ওর সঙ্গে আমার সখ্য গড়ে ওঠার প্রধান উপলক্ষটা।
সংবাদে থাকাকালেই আমরা 'অরণ্য' নামে একটি সমবায় সমিতি গঠনের উদ্যোগ নিই। সাগর-কমলেশ-দিদার একবাক্যে রাজি হয়ে যায়। শুরু হয় এগিয়ে চলা। অর্ধ শতাধিক সাংবাদিক আজ এর সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরহুম কাজী জাকের হোসেনসহ যোগ দেন বেশ কয়েকজন খ্যাতনামা প্রাণী ও উদ্ভিদবিজ্ঞানী। আমরা গাজীপুরের কাপাসিয়ায় 'বিহঙ্গম' নামে পাখিদের জন্য একটি অভয়ারণ্য গড়ে তোলার চেষ্টা করি। সেই লক্ষ্যে সেখানে কিছু জমিও কেনা হয়। গত ১০ বছরে সেখানে গাছপালার একটি ভালো আচ্ছাদন তৈরি হয়েছে। মৃত্যুর কয়েক দিন আগেও সাগর সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। বলেছিল, আমি গেলে যেন তাকে অবশ্যই সঙ্গে নিয়ে যাই। শারীরিক কারণে এর মধ্যে আমার আর যাওয়া হয়নি সেখানে। কিন্তু আমি কি জানতাম, সাগর এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে যাবে! কেউ কি ভেবেছিল কিছু অমানুষ সাগরের মতো একটি কোমল প্রাণকে এমন নৃশংসভাবে শেষ করে দেবে! হয়তো অরণ্য থাকবে, বিহঙ্গম অভয়ারণ্য ভরবে পাখির কলকাকলিতে, আগ্রহী অনেকেই সেখানে যাবে- কিন্তু সাগর আর কোনো দিন সেখানে যাবে না। তাই নিজেকে আমার আজ বড় বেশি অপরাধী মনে হচ্ছে। কেন আমি তার ছোট্ট অনুরোধটি রাখতে পারলাম না!
গত বুধবার ঢাকাসহ সারা দেশে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশ থেকে প্রতীক ধর্মঘট ও গণ-অনশনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাঁরা সাগর-রুনিসহ নিহত সাংবাদিকদের প্রকৃত খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। এর চেয়ে যৌক্তিক দাবি আর কী হতে পারে? কিন্তু দুঃখজনক হচ্ছে, এ দেশে সেই যৌক্তিক দাবিটিই বরাবর উপেক্ষিত থেকে যাচ্ছে। ২০০৪ সালে দৈনিক সংবাদের খুলনা ব্যুরো প্রধান মানিক সাহা খুন হয়েছিলেন। সেদিনও একইভাবে ব্যথিত হয়েছিলাম। কারণ নিহত মানিক সাহার সঙ্গে কেবল সহকর্মীর সম্পর্ক নয়, এক ধরনের ব্যক্তিগত সম্পর্ক বা আন্তরিকতাও গড়ে উঠেছিল। আর সেই সম্পর্কটি তাঁর সঙ্গে ছিল পেশায় আসার আগে থেকেই। দীর্ঘ আট বছর পেরিয়ে গেছে। মানিক সাহার খুনিরা শাস্তি পায়নি। যেমন শাস্তি পায়নি খুলনা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ুন কবির বালুর হত্যাকারীরা। বরং পুলিশের দুর্বল তদন্ত রিপোর্টের কারণে বালু হত্যা মামলার আসামিরা আদালত থেকে খালাসও পেয়ে গেছে। আদালত তা নিয়ে উষ্মাও প্রকাশ করেছিলেন।
সাংবাদিকদের নিয়ে অনেক কথাই প্রচলিত আছে। তাঁরা নাকি সমাজের বিবেক। সংবাদপত্র বা গণমাধ্যমকে বলা হয় বিকল্প পার্লামেন্ট। সাংবাদিকদের আরো সাহসী ও নির্ভীক হওয়ার তাগিদ দেন অনেকেই। কিন্তু বাস্তবতাটা কী? সাংবাদিকরা হচ্ছেন খুনিদের সবচেয়ে সহজ টার্গেট। কারণ সাংবাদিক মারলে শাস্তি পেতে হয় না। এ দেশে এটি একটি 'ট্রাডিশন' হয়ে গেছে। কেন হলো, কারা করল- সেটি বিবেচনার ভার পাঠকদের ওপর। এই যদি হয় বাস্তবতা, তাহলে বাকস্বাধীনতা, তথ্য অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, ইত্যাকার শব্দের কোনো অর্থ থাকে কি? ২০০০ সালে যশোর শহরে জনকণ্ঠের ব্যুরো অফিসে ঢুকে পত্রিকাটির বিশেষ সংবাদদাতা শামছুর রহমানকে হত্যা করা হলো। অনেক আশ্বাস এসেছিল, সাংবাদিকরা অনেক কর্মসূচিও নিয়েছিলেন। কিন্তু বিচার পাওয়া যায়নি। একইভাবে ২০০২ সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ, ২০০৫ সালে ফরিদপুর শহরে দৈনিক সমকালের সাংবাদিক গৌতম দাশ, ২০০৮ সালে বগুড়ায় সাংবাদিক দীপংকর, ২০০৯ সালে এনটিভির ভিডিও এডিটর আতিকুর রহমান, ২০১০ সালে এটিএন বাংলার ক্যামেরাম্যান মিঠুসহ গত ১৬ বছরে যে ১৭ জন সাংবাদিক খুন হয়েছেন, তাঁদের কোনো খুনি কি শাস্তি পেয়েছে? পায়নি। আর পায়নি বলেই সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যা করতে খুনিদের হাত এতটুকু কাঁপেনি। অবস্থাদৃষ্টে মনে হয়, কী বিএনপি, কী আওয়ামী লীগ- সব সরকারই সাংবাদিকদের খুনিদের প্রতি এক ধরনের অঘোষিত ইমিউনিটি বহাল রেখে চলেছে।
সাংবাদিকদের সমাবেশ থেকে স্পষ্ট বলা হয়েছে, সাগর-রুনির খুনি যদি কোনো সাংবাদিকও হয়ে থাকে, তাহলেও দ্রুত তাদের গ্রেপ্তার করুন। এর পরও তদন্তে যদি অস্পষ্টতা থাকে, অনাকাঙ্ক্ষিত বিলম্ব ঘটে- তাহলে কেবল গুজব-কানাঘুষাই বাড়বে আর সরকারকে 'তদন্ত বিকৃতির' অপবাদ মাথা পেতে নিতে হবে। এর কোনোটাই আমাদের কাম্য নয়।
লেখক : সাংবাদিক ১১ ফেব্রুয়ারি সাংবাদিক সাগর-রুনি দম্পতিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুধু সাংবাদিক সম্প্রদায় নয়, সারা দেশের বিবেকবান প্রতিটি মানুষ খবরটি জেনে স্তম্ভিত ও নির্বাক হয়ে গিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে থেকেই খুনিদের ধরার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু প্রায় অর্ধ মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনো খুনিদের ধরতে পারেনি। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের পরম্পরীণ বক্তব্য শুনে সবাই বিস্মিত হচ্ছে। খুনিরা আদৌ ধরা পড়বে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে। কেননা গত ১৬ বছরে ১৭ জন সাংবাদিক খুন হয়েছেন। প্রতিটি খুনের পরই দায়িত্বশীল ব্যক্তিরা এ ধরনের অনেক আশ্বাস আমাদের দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, পুলিশ কোনো খুনেরই রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এ পর্যন্ত শাস্তি পায়নি কোনো খুনি। কেবল বিচারের আশায় নিহত সাংবাদিকদের স্বজনরা দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। আমরা চাই না, সাগর-রুনির খুনিরাও একইভাবে পার পেয়ে যাক।
সাগর ছিল আমার ছোট ভাইয়ের মতো। দেড় দশকেরও বেশি সময় ধরে আমরা খুবই কাছাকাছি ছিলাম। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সাগর তার চাকরিজীবন শুরু করেছিল দৈনিক সংবাদে। তারুণ্যকে আকর্ষণ করার লক্ষ্য নিয়ে সংবাদ 'জলসা' নামে মূল পাতার চার পৃষ্ঠাজুড়ে একটি ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নিয়েছিল। সাগর সরওয়ার, কমলেশ রায়, দিদার চৌধুরী ও মাহবুব মতিন (কয়েক বছর আগে ইন্তেকাল করেছে) নামের চার তরুণ সেখানেই যোগদান করেছিল। পরবর্তী সময়ে তাদের সঙ্গে আরো কয়েকজন যোগদান করেছিল। বছরখানেক পর সেখানেই প্রদায়ক হিসেবে লেখালেখি শুরু করেছিল মেহেরুন রুনি। আমি তখন সংবাদের এক দশক পার করা কর্মীদের একজন এবং 'বিজ্ঞান ও প্রযুক্তি' পাতাটি দেখতাম। বছর পাঁচেকের বেশি সাগর ও আমি সংবাদে একসঙ্গে কাজ করেছি। তারপর সাগর চলে যায় ইত্তেফাকে এবং সেখান থেকে যায় জার্মান বেতারকেন্দ্র ডয়েশে ভেলেতে। জার্মানিতে বেশ কয়েক বছর ছিল সাগর। দেশে ফিরে যোগ দিয়েছিল মাছরাঙা টেলিভিশন চ্যানেলে বার্তা সম্পাদক হিসেবে। ও যেখানেই থাক আমার সঙ্গে তার যোগাযোগ ছিল নিয়মিত। জার্মানিতে থাকাকালেও প্রায় প্রতিমাসেই ওর ফোন পেতাম। কখনো সাক্ষাৎকারের জন্য, কখনো প্রকৃতি নিয়ে কাজ করেন এমন কোনো বিশিষ্ট ব্যক্তির ফোন নম্বরের জন্য, কখনো নিছক আলাপের জন্য। সাংবাদিকতায় নানা বিষয়ে কাজ করলেও সাগর মনেপ্রাণে ছিল একজন প্রকৃতিপ্রেমী। আর সেখানেই নিহিত ছিল ওর সঙ্গে আমার সখ্য গড়ে ওঠার প্রধান উপলক্ষটা।
সংবাদে থাকাকালেই আমরা 'অরণ্য' নামে একটি সমবায় সমিতি গঠনের উদ্যোগ নিই। সাগর-কমলেশ-দিদার একবাক্যে রাজি হয়ে যায়। শুরু হয় এগিয়ে চলা। অর্ধ শতাধিক সাংবাদিক আজ এর সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরহুম কাজী জাকের হোসেনসহ যোগ দেন বেশ কয়েকজন খ্যাতনামা প্রাণী ও উদ্ভিদবিজ্ঞানী। আমরা গাজীপুরের কাপাসিয়ায় 'বিহঙ্গম' নামে পাখিদের জন্য একটি অভয়ারণ্য গড়ে তোলার চেষ্টা করি। সেই লক্ষ্যে সেখানে কিছু জমিও কেনা হয়। গত ১০ বছরে সেখানে গাছপালার একটি ভালো আচ্ছাদন তৈরি হয়েছে। মৃত্যুর কয়েক দিন আগেও সাগর সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। বলেছিল, আমি গেলে যেন তাকে অবশ্যই সঙ্গে নিয়ে যাই। শারীরিক কারণে এর মধ্যে আমার আর যাওয়া হয়নি সেখানে। কিন্তু আমি কি জানতাম, সাগর এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে যাবে! কেউ কি ভেবেছিল কিছু অমানুষ সাগরের মতো একটি কোমল প্রাণকে এমন নৃশংসভাবে শেষ করে দেবে! হয়তো অরণ্য থাকবে, বিহঙ্গম অভয়ারণ্য ভরবে পাখির কলকাকলিতে, আগ্রহী অনেকেই সেখানে যাবে- কিন্তু সাগর আর কোনো দিন সেখানে যাবে না। তাই নিজেকে আমার আজ বড় বেশি অপরাধী মনে হচ্ছে। কেন আমি তার ছোট্ট অনুরোধটি রাখতে পারলাম না!
গত বুধবার ঢাকাসহ সারা দেশে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশ থেকে প্রতীক ধর্মঘট ও গণ-অনশনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাঁরা সাগর-রুনিসহ নিহত সাংবাদিকদের প্রকৃত খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। এর চেয়ে যৌক্তিক দাবি আর কী হতে পারে? কিন্তু দুঃখজনক হচ্ছে, এ দেশে সেই যৌক্তিক দাবিটিই বরাবর উপেক্ষিত থেকে যাচ্ছে। ২০০৪ সালে দৈনিক সংবাদের খুলনা ব্যুরো প্রধান মানিক সাহা খুন হয়েছিলেন। সেদিনও একইভাবে ব্যথিত হয়েছিলাম। কারণ নিহত মানিক সাহার সঙ্গে কেবল সহকর্মীর সম্পর্ক নয়, এক ধরনের ব্যক্তিগত সম্পর্ক বা আন্তরিকতাও গড়ে উঠেছিল। আর সেই সম্পর্কটি তাঁর সঙ্গে ছিল পেশায় আসার আগে থেকেই। দীর্ঘ আট বছর পেরিয়ে গেছে। মানিক সাহার খুনিরা শাস্তি পায়নি। যেমন শাস্তি পায়নি খুলনা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ুন কবির বালুর হত্যাকারীরা। বরং পুলিশের দুর্বল তদন্ত রিপোর্টের কারণে বালু হত্যা মামলার আসামিরা আদালত থেকে খালাসও পেয়ে গেছে। আদালত তা নিয়ে উষ্মাও প্রকাশ করেছিলেন।
সাংবাদিকদের নিয়ে অনেক কথাই প্রচলিত আছে। তাঁরা নাকি সমাজের বিবেক। সংবাদপত্র বা গণমাধ্যমকে বলা হয় বিকল্প পার্লামেন্ট। সাংবাদিকদের আরো সাহসী ও নির্ভীক হওয়ার তাগিদ দেন অনেকেই। কিন্তু বাস্তবতাটা কী? সাংবাদিকরা হচ্ছেন খুনিদের সবচেয়ে সহজ টার্গেট। কারণ সাংবাদিক মারলে শাস্তি পেতে হয় না। এ দেশে এটি একটি 'ট্রাডিশন' হয়ে গেছে। কেন হলো, কারা করল- সেটি বিবেচনার ভার পাঠকদের ওপর। এই যদি হয় বাস্তবতা, তাহলে বাকস্বাধীনতা, তথ্য অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, ইত্যাকার শব্দের কোনো অর্থ থাকে কি? ২০০০ সালে যশোর শহরে জনকণ্ঠের ব্যুরো অফিসে ঢুকে পত্রিকাটির বিশেষ সংবাদদাতা শামছুর রহমানকে হত্যা করা হলো। অনেক আশ্বাস এসেছিল, সাংবাদিকরা অনেক কর্মসূচিও নিয়েছিলেন। কিন্তু বিচার পাওয়া যায়নি। একইভাবে ২০০২ সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ, ২০০৫ সালে ফরিদপুর শহরে দৈনিক সমকালের সাংবাদিক গৌতম দাশ, ২০০৮ সালে বগুড়ায় সাংবাদিক দীপংকর, ২০০৯ সালে এনটিভির ভিডিও এডিটর আতিকুর রহমান, ২০১০ সালে এটিএন বাংলার ক্যামেরাম্যান মিঠুসহ গত ১৬ বছরে যে ১৭ জন সাংবাদিক খুন হয়েছেন, তাঁদের কোনো খুনি কি শাস্তি পেয়েছে? পায়নি। আর পায়নি বলেই সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যা করতে খুনিদের হাত এতটুকু কাঁপেনি। অবস্থাদৃষ্টে মনে হয়, কী বিএনপি, কী আওয়ামী লীগ- সব সরকারই সাংবাদিকদের খুনিদের প্রতি এক ধরনের অঘোষিত ইমিউনিটি বহাল রেখে চলেছে।
সাংবাদিকদের সমাবেশ থেকে স্পষ্ট বলা হয়েছে, সাগর-রুনির খুনি যদি কোনো সাংবাদিকও হয়ে থাকে, তাহলেও দ্রুত তাদের গ্রেপ্তার করুন। এর পরও তদন্তে যদি অস্পষ্টতা থাকে, অনাকাঙ্ক্ষিত বিলম্ব ঘটে- তাহলে কেবল গুজব-কানাঘুষাই বাড়বে আর সরকারকে 'তদন্ত বিকৃতির' অপবাদ মাথা পেতে নিতে হবে। এর কোনোটাই আমাদের কাম্য নয়।
লেখক : সাংবাদিক

No comments

Powered by Blogger.