টেস্টে ডাবল সেঞ্চুরি
টেস্টে ডাবল সেঞ্চুরির সংখ্যা ৩১৩। করেছেন ১৬৭ জন ব্যাটসম্যান। অভিষেকেই ডাবল সেঞ্চুরি করেছেন পাঁচ জন—‘টিপ’ ফস্টার, লরেন্স রো, ব্রেন্ডন কুরুপ্পু, ম্যাথু সিনক্লেয়ার ও জ্যাক রুডলফ। সবচেয়ে বেশি, ৬৫টি ডাবল সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
সবচেয়ে বেশি, ৬২টি ডাবল সেঞ্চুরি হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। এক বছরে সবচেয়ে বেশি ১৪টি ডাবল সেঞ্চুরি হয়েছে ২০০৩ ও ২০০৪ সালে।
টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিল মারডকের। ১৮৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে করেছিলেন ২১১ রান।
সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির কৃতিত্ব জাভেদ মিয়াঁদাদের (১৯ বছর ১৪১ দিন)।
দ্রুততম ডাবল সেঞ্চুরিটি নাথান অ্যাস্টলের। ডাবল সেঞ্চুরি করেছিলেন ১৫৩ বলে। সময়ের হিসেবে দ্রুততম ডাবল সেঞ্চুরি ব্র্যাডম্যানের (২১৪ মিনিট)।
সবচেয়ে বেশি বয়সে (৪২ বছর ৭ দিন) ডাবল সেঞ্চুরি করার রেকর্ড দক্ষিণ আফ্রিকার এরিক রোয়ানের (২৩৬, ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে)।
সবচেয়ে বেশি, ১৯টি ডাবল সেঞ্চুরি হয়েছে অ্যাডিলেড ওভালে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি ওভালে।
সবচেয়ে ধীরগতির ডাবল সেঞ্চুরিটি শ্রীলঙ্কার ব্রেন্ডন কুরুপ্পুর। ৭৭৭ মিনিট উইকেটে থেকে ৫৪৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। সেটিও অভিষেকেই।
টানা দুই ম্যাচে দুটি ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব আছে ব্র্যাডম্যান, হ্যামন্ড, কাম্বলি, স্মিথ, পন্টিং ও সাঙ্গাকারার।
১৯৩৮ সালের অ্যাশেজ দেখেছিল এক সিরিজে সবচেয়ে বেশি, ৫টি ডাবল সেঞ্চুরি।
সবচেয়ে বেশি
স্যার ডন ব্র্যাডম্যান ১২
ব্রায়ান লারা ৯
কুমার সাঙ্গাকারা ৮
ওয়ালি হ্যামন্ড ৭
৬ টি করে ডাবল সেঞ্চুরি আছে আতাপাত্তু, শেবাগ, মিয়াঁদাদ, মাহেলা জয়াবর্ধনে, পন্টিং ও টেন্ডুলকারের।
টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিল মারডকের। ১৮৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে করেছিলেন ২১১ রান।
সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির কৃতিত্ব জাভেদ মিয়াঁদাদের (১৯ বছর ১৪১ দিন)।
দ্রুততম ডাবল সেঞ্চুরিটি নাথান অ্যাস্টলের। ডাবল সেঞ্চুরি করেছিলেন ১৫৩ বলে। সময়ের হিসেবে দ্রুততম ডাবল সেঞ্চুরি ব্র্যাডম্যানের (২১৪ মিনিট)।
সবচেয়ে বেশি বয়সে (৪২ বছর ৭ দিন) ডাবল সেঞ্চুরি করার রেকর্ড দক্ষিণ আফ্রিকার এরিক রোয়ানের (২৩৬, ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে)।
সবচেয়ে বেশি, ১৯টি ডাবল সেঞ্চুরি হয়েছে অ্যাডিলেড ওভালে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি ওভালে।
সবচেয়ে ধীরগতির ডাবল সেঞ্চুরিটি শ্রীলঙ্কার ব্রেন্ডন কুরুপ্পুর। ৭৭৭ মিনিট উইকেটে থেকে ৫৪৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। সেটিও অভিষেকেই।
টানা দুই ম্যাচে দুটি ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব আছে ব্র্যাডম্যান, হ্যামন্ড, কাম্বলি, স্মিথ, পন্টিং ও সাঙ্গাকারার।
১৯৩৮ সালের অ্যাশেজ দেখেছিল এক সিরিজে সবচেয়ে বেশি, ৫টি ডাবল সেঞ্চুরি।
সবচেয়ে বেশি
স্যার ডন ব্র্যাডম্যান ১২
ব্রায়ান লারা ৯
কুমার সাঙ্গাকারা ৮
ওয়ালি হ্যামন্ড ৭
৬ টি করে ডাবল সেঞ্চুরি আছে আতাপাত্তু, শেবাগ, মিয়াঁদাদ, মাহেলা জয়াবর্ধনে, পন্টিং ও টেন্ডুলকারের।
No comments