ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে চিটাগাং চেম্বারের সমঝোতা চুক্তি
আঞ্চলিক সহযোগিতা ও দ্বিপাকি বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি কমাতে টাস্কফোর্স গঠনের প্রস্তাব সংবলিত একটি সমঝোতা চুক্তিতে স্বার করেছে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি ও ভারতের বাণিজ্য প্রতিনিধি দল।
শনিবার চিটাগাং চেম্বারে আয়োজিত এক মত বিনিময়সভায় এ চুক্তি স্বারিত হয়। চিটাগাং চেম্বার, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার, ত্রিপুরা চেম্বার এবং ফেডারেশন অব ইন্ডাস্ট্রি ফর নর্থ ইস্টার্ন রিজিওনের সভাপতিবৃন্দ নিজ নিজ সংগঠনের প েএ চুক্তিতে স্বার করেন। মতবিনিময়সভায় ভারতের বাণিজ্য প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে চিটাগাং চেম্বার সভাপতি এমএ লতিফ এমপি ভারতকে ঐতিহ্যগতভাবে বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ হিসেবে উলেস্নখ করে বলেন, চট্টগ্রামের কৌশলগত ভৌগোলিক অবস্থান ও অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দু'দেশের মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি করতে হবে। তিনি ভারত-বাংলাদেশের মধ্যকার অফুরনত্ম বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা নিরসনকল্পে উভয় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করার সুপারিশ করেন। বক্তব্যে তিনি চট্টগ্রামের ভৌত অবকাঠামো এবং বন্দর ব্যবহারের মাধ্যমে ভারতসহ দণি এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রসমূহের পারস্পরিক আঞ্চলিক সহযোগিতা এবং যোগাযোগের মাধ্যমে এ অঞ্চলের জনসাধারণের ভাগ্য উন্নয়নের ল্যে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। চেম্বার সভাপতি এমএ লতিফ এছাড়াও দু'দেশের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে ভারতের বাজারে বাংলাদেশের রফতানিমুখী পণ্যের ওপর সকল প্রকার প্যারা ট্যারিফ এবং নন ট্যারিফ বাধাসমূহ দ্রম্নত অপসারণ করতে ভারতের বাণিজ্য প্রতিনিধি দলের হসত্মপে কামনা করেন।
No comments