ব্রিতে ঠান্ড॥ সহনশীল ধানের জাত উদ্বোধনের কাজ শুরু
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আধুনিক গবেষণা ওয়ার্কশপ বুধবার উদ্বোধন করা হয়েছে। কোরিয়া ও বাংলাদেশের যৌথ সহযোগিতায় খামার যন্ত্রপাতি উন্নয়ন ও গবেষণার এ ওয়ার্কশপটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন ইয়ং।
আধুনিক এ ওয়ার্কশপে দু’দেশের গবেষকগণের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশের উত্তরাঞ্চলে চাষাবাদের উপযোগীসহ দেশে ঠা-া সহনশীল ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে। গবেষকগণ রাইস মিল, হস্তচালিত বাহক যন্ত্র, সরাসরি বীজবপন যন্ত্র ও শস্য কাটার যন্ত্রসহ চাষাবাদের বিভিন্ন যন্ত্র উন্নয়ন ও সংরক্ষণের জন্য গবেষণা করছেন। এর মাধ্যমে দেশে খামার যন্ত্রপাতি উন্নয়ন ও গবেষণা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে নতুন ধারার সূূচনা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। একই দিন ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণা দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মুস্তাফিজুর রহমান । ব্রি’র মহাপরিচালক ড. মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় ব্রি’র খামার যন্ত্রপাতি ও ফলনোত্তর প্রযুক্তি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দুররুল হুদা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশেষ অতিথি ছিলেন কোরিয়ার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা) এর প্রকল্প ব্যবস্থাপক মি. হাক কিউ কিম এবং ওয়াসা বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ড. খন্দকার আজহারুল ইসলাম। এ ব্যাপারে ব্রি’র মহাপরিচালক ড. মো. সাইদুল ্ইসলাম জানান, ধান চাষাবাদ তথা কৃষির যান্ত্রিকায়ন এখন সময়ের দাবি। আর এ দাবি পূূূরণের লক্ষ্যেই কোরিয়া এবং বাংলাদেশের বিজ্ঞানীরা যৌথ উদ্যোগে কাজ শুরু করেছেন।
No comments