বারো মাসে ছয় ঋতু by হাসান শরীফ

গ্রীষ্মকালে বৈশাখ-জ্যৈষ্ঠ
পাকা ফলের ঘ্রাণ
মধুর রসে হই যে আকুল
নাচে মন-প্রাণ।


বর্ষাকালে আষাঢ়-শ্রাবণ
মেঘে আকাশ ঢাকা
টাপুর-টুপুর বৃষ্টি ঝরে
পথ-ঘাট সব ফাঁকা।

ভাদ্র-আশ্বিন শরৎকালে
আকাশে মেঘ সাদা
ফুলের মেলা চারদিকে যে
জুঁই-চামেলি-গাঁদা।

কার্তিক আর অঘ্রানে যে
হেমন্তকাল আসে
গ্রামে গ্রামে নবান্নের
মাতে উচ্ছ্বাসে।

পৌষ-মাঘে মিষ্টি সকাল
শীতের কালে বেশ
হরেক রকম পিঠার মেলা
মজা অনিমেষ।

ফাগুন আর চৈত্র মাসে
বসন্ত যে আসে
কোকিলের কুহুতানে
স্বপ্নরা সব ভাসে।

বারো মাসে ছয় ঋতু তেরো পার্বণে
ভালো লাগা নীড় গড়ে নিজ নিজ মনে।

No comments

Powered by Blogger.